লম্বা বিরতির পর ‘ঢাকা অ্যাটাক’ পরিচালক দীপংকর দীপন বড়পর্দায় ফিরছেন। ‘অপারেশন সুন্দরবন’-এর শেষ দিকের দৃশ্যায়ন নিয়ে ভীষণ ব্যস্ত তিনি। রীতিমতো উল্টোপাল্টা অবস্থা! তার জবানেই পাওয়া গেল এই তথ্য।
দীপন সোশ্যাল মিডিয়ায় শনিবার সকালে লেখেন, “আর মাত্র ২ দিন… শরীর চলছে না, পা ফেলতে পারছি না, গোড়ালি ফুলে গেছে, প্রচণ্ডভাবে ঘুম কম হওয়ার কারণে খানিক উল্টোপাল্টা আচরণও করছি, চোখ লাল, ভীষণ দুর্বল শরীর।”
আরও বলেন, “শুধু আমি না, পুরো টিমের এই অবস্থা। ফার্স্ট লুক টিজার এলে পড়ে- আপনারাও অনুভব করতে পারবেন, কেন এই তীব্র পরিশ্রম। সবকিছুর আগে এই ভীষণ কষ্টকর শুটিংটা শেষ হওয়া দরকার। বাকি দুইদিনের জন্য শুভ কামনা চাই।”
সুন্দরবনে র্যাবের অভিযানকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’। অভিনেতার তালিকায় আছেন সিয়াম আহমেদ, রোশান, নুসরাত ফারিয়া, রিয়াজ, মনোজ প্রমাণিক, তাসকিন রহমানসহ অনেকেই।
ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনায় এগোতে পারেননি নির্মাতারা। বাকি থাকে কিছু দৃশ্য। কয়েক দিন আগে একদফা কাজের পর আর দুইদিনের শুটিং বাকি আছে বলে জানান দীপন।
মুক্তি প্রসঙ্গে এ পরিচালক বলেন, “আমাদের ইচ্ছা ‘অপারেশন সুন্দরবন’ ২৬ মার্চ মুক্তি দেওয়ার। আশা করছি তত দিনে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আর যদি করোনার সেকেন্ড ওয়েভটা বড় আকার ধারণ করে তাহলে হয়তো মুক্তির তারিখ পিছিয়ে দেব।”
দীপনের হাতে আরও আছে ‘ঢাকা ২০৪০’। কিছুটা কাজ হওয়া এ ছবিতে আছেন নুসরাত ইমরোজ তিশা, বাপ্পী চৌধুরী ও নুসরাত ফারিয়া।