আসাম নিউজ ডেস্ক: উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামে (উলফা) অল্প বয়সীরা যোগ দিচ্ছে বলে সন্দেহ রাজ্য পুলিশের। আসাম পুলিশের মহাপরিচালক ভাস্কর জ্যোতি মহন্ত সাংবাদিকদের এ কথা বলেছেন।
সম্প্রতি আসামের রাজধানী গুয়াহাটি থেকে দুই তরুণী নিখোঁজ হন। সে সম্পর্কে প্রশ্ন করা হলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে কোনো তথ্য নেই। কেউ জঙ্গি গোষ্ঠীতে যোগ দিলে পুলিশকে জানিয়ে দেয় না। তবে আমাদের সন্দেহ, অল্প বয়সীরা উলফাতে যোগ দিচ্ছে। নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।’
ভাস্কর জ্যোতি মহন্তের মন্তব্যটি তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন রাজ্য পুলিশের আরেক সাবেক মহাপরিচালক। তিনি প্রথম আলোকে বলেন, ‘কিছুদিন ধরে এই ধরনের কিছু খবর শোনা যাচ্ছে। তবে বর্তমান মহাপরিচালক যেমন বলেছেন, বিষয়টি নিয়ে নির্দিষ্টভাবে এখনই বলা সম্ভব নয়।’
১৯৭৯ সালে স্বাধীন আসামের দাবিতে গঠিত হওয়ার পরে উলফার সঙ্গে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দুই দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এতে আসাম এবং উত্তর-পূর্ব ভারতে কত মানুষ নিহত হয়েছেন, তা পরিষ্কার নয়। সরকারের সঙ্গে আলোচনায় বসা উচিত কি না, এ প্রশ্নে ২০১১ সালে উলফা ভাগ হয়ে যায়। এরপরে আসামে উলফার প্রভাব অনেক কমে আসে।
২০১৩ সালে গঠিত হয় আলফা-ইনডিপেনডেন্ট (আই)। বর্তমানে এই গোষ্ঠীর চেয়ারম্যান অভিজিৎ বর্মণ এবং ভাইস চেয়ারম্যান ও সর্বাধিনায়ক পরেশ বড়ুয়া। ভারতের গোয়েন্দা সূত্র বলছে, এই গোষ্ঠীর নেতারা চীন ও মিয়ানমারের মধ্যবর্তী অঞ্চলে আত্মগোপন করে আছেন।