বিনোদন প্রতিবেদক: নব্বই দশকের দর্শকপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে বাস করছেন। আর সেখানে বসেই নতুন ইউটিউব চ্যানেল খোলার ঘোষণা দিলেন এক সময়ের চিরসবুজ এই নায়িকা।
আগামী ১৭ ডিসেম্বর তার জন্মদিন। বিশেষ এই দিনটিতে তিনি নতুন ইউটিউব চ্যানেল খোলার ঘোষণা দিয়ে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লিখেন, ‘প্রিয় বন্ধুরা, আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ১৭ ডিসেম্বর আমার জন্মদিন, সে উপলক্ষে পুনরায় ইউটিউব চ্যানেল খুলে নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আশা করি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।’
পর্দায় শাবনূর অনুপস্থিত থাকলেও এখনো দর্শক হৃদয়ে বেঁচে আছেন। ভক্তদের চাওয়া— আবারো পর্দায় ফিরে আসুক তাদের প্রিয় অভিনেত্রী। এর আগে নিজের নামে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল খুললেও সেটি হ্যাকড হয়ে যায়।
নব্বই দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করে অস্ট্রেলিয়ার সিডনিতে পাড়ি জমান। দীর্ঘদিন ধরেই সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ বসবাস করছেন শাবনূর। মাঝেমধ্যে দেশে এলেও খুব বেশি দিন থাকেন না।