ত্রিপুরা নিউজ ডেস্ক: আইন-শৃঙ্খলা নিয়ে সরকারের কড়া মনোভাবের কথা আবারো স্পষ্ট করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। তাঁর স্পষ্ট বক্তব্য আইন-শৃঙ্খলার অবনতি করার চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে।
রক্তদান শিবিরে এসে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। রবিবার রাজধানী আগরতলার কৃষ্ণনগর এলাকার হারাধন সংঘের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত, আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না দত্ত, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা প্রমুখ।
শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ডা মানিক সাহা বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বর্তমান সরকার কোন আপোষ করবে না।
আইন-শৃঙ্খলার অবনতি হবে এবং মানুষের অধঃপতন হবে তা কোন ভাবেই বরদাস্ত করা হবে না। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কি হচ্ছে তার দিকে নজর রাখার জন্য ক্লাব এবং সামাজিক সংস্থাগুলির কার্যকর তাদের প্রতি আহ্বান রাখেন তিনি।
পাশাপাশি তিনি এদিনের এই শিবিরের স্বেচ্ছায় যারা রক্ত দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান। এভাবে স্বেচ্ছায় রক্তদানের ফলে চাহিদাও যোগানের মধ্যে সমতা বজায় থাকবে বলে অভিমত ব্যক্ত করেন।