পঙ্কজকুমার দেব, হাফলং: শুক্রবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ৭১তম প্রতিষ্ঠা দিবস বেশ সাড়ম্বরে উদযাপিত হয়। কোভিড পরিস্থিতি কাটিয়ে দুই বছরের মাথায় সাধারণ নাগরিক জীবন স্বাভাবিক ছন্দে ফিরে আসার পর এবার পরিষদের প্রতিষ্ঠা দিবস আনুষ্ঠানিকতা লাভ করে।
এদিন বিভিন্ন প্রকল্পের দ্বারোদ্ঘাটনের পাশাপাশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন সিইএম দেবোলাল গর্লোসা। বিশেষ করে ডিমাপুরের ডিমাসা রাজবাড়ির আদলে পার্বত্য স্বশাসিত পরিষদের মূল প্রবেশদ্বার নির্মাণ করা হয়। এদিন এই প্রবেশদ্বারের উদঘাটন করেন সিইএম দেবোলাল গর্লোসা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফলঙের বিধায়ক নন্দিতা গর্লোসা পরিষদের চেয়ারপার্সন রাণু লাংথাসা ডেপুটি চেয়ারম্যান বিমল হোজাই ইএম স্যামুয়াল চাংসান ইএম নাম্রোথাং মার, ইএম অমেন্দু হোজাই,পরিষদের প্রধান সচিব মুকুট কেম্প্রাই প্রমুখ।
এদিন জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে পার্বত্য স্বশাসিত পরিষদের প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকা সরকারী কর্মীদের পাশাপাশি বেষ্ট টাউন কমিটি, বেষ্ট ফার্মার বেষ্ট ফার্মিং ভিলেজ বেষ্ট টিচার ইত্যাদি বিশেষ পুরস্কারে পুরস্কৃত প্রদান করা হয়। অসমের ডিমা হাসাও জেলার বেষ্ট টাউন কমিটির পুরস্কার লাভ করে হারাঙ্গাজাও টাউন কমিটি। পুরস্কার গ্রহণ করেন টাউন কমিটির চেয়ারম্যান টজেন্দ্র কেম্প্রাই।
পার্বত্য জেলার বেষ্ট ক্লিনেষ্ট বাজারের পুরস্কার লাভ করে ওয়াজো বাজার। বেষ্ট ডিসিপ্লিন ভিলেজ লামাডিসা গ্রাম। বেষ্ট ফার্মিং ভিলেজ থাইস্লিং হাওয়ার গ্রাম। বেষ্ট গাঁওবুঢ়া জয়হেন্দ্র কেম্প্রাই। মতি দাওদুং গ্রাম। বেষ্ট সেল্ফ হেল্প গ্রুপ ইয়াজহাম এসএইচজি। বেষ্ট হেড মাষ্টার জাগীর খান (দেহাঙ্গী হাইস্কুল) এবং মিনু দাওলাগুপু ( দিয়ুংব্রা হাইস্কুল)। বেষ্ট অফিসার তুহিন লাংথাসা (ডিএফও)। বেষ্ট ফরেষ্ট রেঞ্জার দনমাই থাওসেন, উমরাংশু। বেষ্ট এল পি টিচার জীতেন্দ্র বডো, পুরানা ডাওখ্রং এলপি স্কুল এবং বেষ্ট আর্ট অ্যাণ্ড পেইন্টার লকেশ্বর বডো।





