আসাম নিউজ ডেস্ক: কয়েকদিন আগে মেঘালয় রাজ্যে আক্রান্ত হয়েছেন বাঙালি ক্ষুদ্র ব্যবসায়ী। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ইয়ুথ ফ্রন্ট।
এক প্রেস বার্তায় ফ্রন্টের মুখ্য আহবায়ক কল্পার্ণব গুপ্ত বলেন যে অবিলম্বে মেঘালয় সরকার দোষীদের গ্রেফতার করে শাস্তি প্রদান করুক। বিগত দিনেও দেখা গেছে যে রাজ্যের বাঙালি সহ অন্যান্য অনুপজাতি সংখ্যালঘু জনগোষ্ঠী এইসব আক্রমণের স্বীকার হন। কিন্তু প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। সরকার ও প্রশাসনের এই ঔদাসিন্যের ফলেই দুষ্কৃতকারীদের সাহস বৃদ্ধি পেয়েছে।
ফ্রন্টের আরেক আহ্বায়ক ইকবাল নাসিম চৌধুরী বলেন যে মেঘালয়ে বাঙালিরা বহুদিন ধরে বসবাস করছেন। কিন্তু রাজ্যের উগ্র জাতীয়তাবাদী খাসিয়া সংগঠনগুলো ক্রমাগত বাঙালি তথা পাঞ্জাবি, মারোয়ারী এবং অন্যান্য অনুপজাতি গোষ্ঠীর বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষের বেসাতি করছে। তাই ঘটনাপ্রবাহ আজকে এই ভয়ংকর রূপ ধারণ করেছে। গত বছর ভোলাগঞ্জ, ইছামতীতেও রাজ্যের সংখ্যালঘু ভাষিক জনগোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ হয়েছিল।বাঙালিরা ব্যবসা করতে পারেন না, যখন তখন যার তার ঘরে ঢুকে খাসিয়া সংগঠনের ছেলেরা কাগজপত্র, আধার কার্ড ঘাঁটাঘাঁটি করে। এসবের প্রতিবাদ করলে হত্যার হুমকি দেওয়া হয়।
মেঘালয় ভারতের অন্তর্ভুক্ত একটা রাজ্য হওয়া সত্ত্বেও সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার নিয়ে বাঙালিরা সেখানে বসবাস করতে পারছেন না। মেঘালয় সরকার এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করুক। ভারতের উত্তর-পূর্বের এই সুদৃশ্য পাহাড়ঘেরা রাজ্যে আবার আশির দশকের মতো আগুন ছড়িয়ে পড়ুক না কেউই চায় না। এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন বি.ডি.ওয়াই.এফ মিডিয়া সেলের আহবায়ক দেবায়ন দেব।