আসাম নিউজ ডেস্ক: আসামে ফের শুরু হয়েছে পুলিশের বাল্য বিবাহের বিরুদ্ধে অভিযান। আসামের বিভিন্ন জেলায় চলছে স্বামী ধরপাকড়। আর শুরু হয়েছে মহিলাদের হাহাকার।
প্রচুর আটক করা হয়েছে এখনো অবধি। জানা গিয়েছে, ধুবড়ির সদর থানা এলাকা থেকে ৩৫ জন, গোলকগঞ্জ এলাকা থেকে ৪০ জন, এভাবে আরো যেমন গৌরীপুর থানা এলাকা থেকে ৪২ জনকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারি মাসেও বাল্য বিবাহ বিরোধী অভিযানে অবৈধ স্বামী, অভিভাবক, কাজি, পুরোহিতসহ প্রায় ১৫৪ জনকে আটক করেছিল পুলিশ।
তবে এখন যাদের সন্তানের বয়স ৬/৭/৮ হয়েও গেছে, তাদেরো আটক করা হচ্ছে। বিষয়টা নিয়ে অনেকেই মত প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, আটক করছে সেটা একটা বিষয়, কিন্তু ঘর ভেঙে আইন পালন না করে আসলে বাল্য বিবাহ কেন হচ্ছে সেটা খুঁজে বের করুক সরকার। যেখানে নারী অধিকার সুনিশ্চিত নয়, সেখানে বাল্য বিবাহ তো হবেই। শেকড় শক্ত না করে এভাবে আটক করে কোনো লাভ হবে না।