গুয়াহাটি: দুর্গোত্সবের পর আসামে ফের মাথাচাড়া দিয়ে উঠছে কোভিড-১৯ সংক্রমণ। কোভিড সংক্রমণের পরিসংখ্যান বাড়তে থাকলে সরকার পুনরায় কঠোর প্রটোকল জারি করতে পারে, ইঙ্গিত দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্ৰী কেশব মহন্ত।
আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অসমে কোভিড সংক্ৰমণের বর্ধিত সংখ্যার ওপর ভিত্তি করেই আবার কঠোর এসওপি জারি করার ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী কেশব বলেন, আগামী এক সপ্তাহ রাজ্যের কোভিড পরিস্থিতির ওপর নিরীক্ষণ রাখা হবে। বৰ্ধিত প্ৰবণতা অব্যাহত থাকেলে পুনরায় কঠোর প্ৰটোকল জারি করা হতে পারে।
উল্লেখ্য, অতিমারি কোভিড পরিস্থিতির পর্যালোচনা করতে গত ১৮ অক্টোবর রাজ্য মন্ত্রিসভা এক জরুরি বৈঠকে বসেছিল। দেখা গেছে, দুর্গোত্সবের পর অসমের অন্য জেলা ছাড়াও কামরূপ মেট্ৰোপলিটন জেলায় কোভিড সংক্ৰমণের ঘটনা দ্রুত বাড়ছে। কেননা, গত ১৭ অক্টোবর মেট্রো জেলায় ৬৮ সহ গোটা রাজ্যে ২০৫, ১৮ অক্টোবর মেট্রো জেলায় ১০৩ সহ গোটা রাজ্যে ২৯৮, ১৯ অক্টোবর কামরূপ মেট্ৰোপলিটন জেলায় ১৫২ সহ রাজ্যে ৩৫৩, ২০ অক্টোবর কামরূপ মেট্ৰোপলিটন জেলায় ১০৯ সহ রাজ্যে নতুন সংক্ৰমণের সংখ্যা ছিল ৩০৮।
গত ২৪ ঘণ্টায় ৩৯,৬৫৪টি কোভিড-১৯ পরীক্ষার পর নতুন সংক্ৰমিত ৩০৮ জনকে পজিটিভ শনাক্ত করা হয়েছে। গতকাল বুধবার কোভিডে আক্ৰান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ২৮২ জন সুস্থ বলে হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন। এদিন সৰ্বাধিক সংক্ৰমিত রোগী ধরা পড়েছেন কামরূপ মেট্ৰোয়, ১০৯ জন। এভাবে যতাক্রমে শোণিতপুরে ২৪, বরপেটায় ৩০ এবং লখিমপুরে ২২ জনকে নতুন পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে রাজ্যে কোভিড-মুক্ত হয়েছেন ৫,৯৭,৮৫৯ জন, শতাংশের হার ৯৮.৪২। এছাড়া কোভিডে মৃত্যু হয়েছে ৫,৯৫৮ জনের, শতাংশের হার ০.৯৮।