আসাম নিউজ ডেস্ক: রবিবার রাত থেকে গুয়াহাটিতে শুরু হয়েছে সিবিআই অভিযান। বড়সড় কেলেংকারীর বিরুদ্ধে সিবিআই এই অভিযানে নেমেছে। দিল্লি থেকে আসা সিবিআইয়ের একটি দল এই অভিযান শুরু করেছে। এই অভিযানে মহানগরের জু রোড থেকে দীপক দাস নামের একজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
অরুণাচলপ্ৰদেশে জাতীয় সড়ক নির্মাণে ভুয়ো বিল এবং অনিয়ম হয়েছে, তা খতিয়ে দেখতেই সিবিআইয়ের এই অভিযান। ধৃত ব্যবসায়ীকে বিশেষ আদালতে পাঠানো হবে এবং তাঁকে ফের সিবিআই নিজেদের হেফাজতে নেবে বলে জানা গেছে। যদিও এই সম্পর্কে সংবাদ মাধ্যমে সিবিআইয়ের অফিসাররা কোনও মন্তব্য করেননি।
অসম পুলিশের সাহায্য ছাড়াই সিবিআই নিজের থেকে এই অভিযান শুরু করেছে। এই ব্যাপারে সিবিআইয়ের দল আরও বেশ কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে।





