আসাম নিউজ ডেস্ক: অসমের বরাক উপত্যকায় বেকারত্ব এক ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সরকারি রেজেস্ট্রিকৃত বেকারের সংখ্যা প্রায় তিন লক্ষ। প্রত্যেক বছর কলেজ তথা আসাম বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার ছেলেমেয়ে বিএ-এম.এ পাশ করে বেরুচ্ছে কিন্তু চাকরি পাচ্ছে না।
উপত্যকার একমাত্র বৃহৎ শিল্প প্রতিষ্ঠান পাঁচগ্রাম পেপার মিল বন্ধ। সরকারি চাকরিতে অসমের বরাকের কর্মপ্রার্থীদের বঞ্চনা ও বৈষম্যের শিকার হতে হচ্ছে। চাকরির অভাবে তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে। বরাক উপত্যকা জুড়ে বৃদ্ধি পেয়েছে খুন, ডাকাতি এবং অন্যান্য অসামাজিক কার্যকলাপ। অবসাদে ভুগে তরুণ প্রজন্ম মাদকাসক্ত, অনেকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
এই সব অবস্থা বিবেচনায় রেখে বরাক ডেমোক্রেটিক ইয়ুথ ফ্রন্ট বেকার সমস্যা সমাধানের জন্য নিম্নলিখিত প্রস্তাবগুলো রূপায়নের অনুরোধ করছেঃ
১.অসমের বরাক উপত্যকার বিভিন্ন অফিস,আদালতের শূন্য পদগুলো অবিলম্বে পূরণ করতে হবে এবং স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দিতে হবে।
২. তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পোস্ট একশো শতাংশ বরাকের প্রার্থীদের জন্য সংরক্ষিত করতে হবে।
৩. প্রত্যেক ঘরে একটি চাকরি দিতে হবে।
৪. অসমের বরাকের শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালু করতে হবে।
এদিন ফ্রন্টের সদস্যরা উপরোক্ত দাবী সম্বলিত একটি স্মারকপত্র কাছাড় জেলা উপায়ুক্তের কার্যালয়ে অতিরিক্ত জেলা উপায়ুক্তের হাতে তুলে দেন। ফ্রন্টের মুখ্য আহবায়ক কল্পার্ণব গুপ্ত বলেন যে তিনি আশাবাদী আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এইসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেখবেন। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন ফ্রন্টের আরেক আহ্বায়ক ইকবাল নাসিম চৌধুরী, বিডিএফ মিডিয়া সেলের আহবায়ক ঋষিকেশ দে, জয়দীপ ভট্টাচার্য এবং অন্যান্য সদস্যরা।