আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ ইউরোপীয় ইউনিয়নের মোট ২৭টি দেশ ইউক্রেনকে অস্ত্র, চিকিৎসা সামগ্রী এবং অন্যান্য সামরিক সহায়তা পাঠাতে সম্মত হয়েছে। রাশিয়ার আগ্রাসনের পর রাজধানী কিয়েভের রাস্তায় লড়াই ছড়িয়ে পরার পর শনিবার এ সহযোগিতার তথ্য জানা গেছে।
ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস শুক্রবার ইউক্রেনকে সহযোগিতার লক্ষ্যে একটি সামরিক সহায়তা সম্মেলনের আয়োজন করেন। ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সম্মেলনে ২৫টি দেশকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। তারা সবাই ইউক্রেনকে সহায়তা করতে সম্মত হয়েছেন। বৈঠকে ন্যাটোর প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
এছাড়া আরও দুটো দেশ এ সম্মেলনে অংশ গ্রহন করতে না পারলেও আলাদা ভাবে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে।
এ সহায়তার মধ্যে গোলাবারুদ, ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র, বিমান প্রতিরোধী অস্ত্রসহ চিকিৎসা সরঞ্জাম রয়েছে।
ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে রাশিয়ার বাহিনী লড়াই করলেও সেখানে সামরিক সহায়তা বেশ সহজেই পৌছানো যাবে। এর আগে যেসব দেশ ইউক্রেনকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছিল, পুতিন যুদ্ধের ঘোষণা দেওয়ার পর তারা এখন সেই সহযোগিতা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
ন্যাটো জোটের অংশ নয়, এমন দেশও এখন ইউক্রেনে সামরিক সহায়তা পাঠাতে সম্মতি দিয়েছেন।
সামরিক সহায়তা হিসেবে ঠিক কোন ধরনের অস্ত্র পাঠানো হবে সেটা স্পষ্ট নয়। তবে নেদারল্যান্ড ২০০ স্টিনজার মিসাইল পাঠানোর ঘোষণা দিয়েছে।