ইউক্রেন অভিযানে রাশিয়া তাদের মোট সামরিক শক্তির কতটা ব্যবহার করছে তা নিয়ে নতুন তথ্য দিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে নিয়মিত আপডেটে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান ব্যাটালিয়নের ট্যাকটিক্যাল গ্রুপের এক-চতুর্থাংশেরও বেশি সেনা বর্তমানে ‘অকার্যকর’ হয়ে পড়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে আরও জানায়, ইউক্রেন আগ্রাসনে রাশিয়ার ১২০টির বেশি ইউনিট মোতায়েন করা হয়েছে; যা রাশিয়ার পদাতিক বাহিনীর এক তৃতীয়াংশ।
ব্রিটিশ সিকিউরিট থিংক ট্যাংক রুসির মতে প্রতিটি রুশ ট্যাকটিক্যাল গ্রুপে আছে সাতশ’ থেকে আটশ’ সেনা।
এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শেষ করার ক্ষেত্রে আমরা কোনো কৃত্রিম সময়সীমা নির্ধারণ করব না।
ল্যাভরভের মতে, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের গতি প্রথমে ও সর্বাগ্রে নির্ভর করছে ‘বেসামরিক এবং রাশিয়ান সেনাদের জন্য ঝুঁকি কমানোর প্রয়োজনীয়তার ওপর’।
তিনি বলেন, অভিযানের লক্ষ্য হচ্ছে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং ইউক্রেনের পক্ষ থেকে বেসামরিক নাগরিক ও রাশিয়ার জন্য কোনো হুমকি নেই তা নিশ্চিত করা।