আসাম নিউজ ডেস্ক: আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথাবার্তার লাগাম নেই কোনোদিনই। তিনি লাগামহীন কথা বলেন, যখন যা ইচ্ছা তাই বলেন। বিরোধিতা করতে গিয়ে যুক্তিহীন হয়ে পড়েন। তেমনি রাহুল গান্ধীও।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
রাহুল গান্ধীকে খোঁচা দিতে গিয়ে বলেন, হিমন্ত, বিশ্বকাপের ফাইনালে ভারতের হারের কারণ মোদির উপস্থিতি নয়, বরং ওই ম্যাচ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে হয়েছিল বলেই হেরেছে টিম ইন্ডিয়া।
অসমের মুখ্যমন্ত্রী বলেন,”বিসিসিআইয়ের কাছে আমি অনুরোধ করব, ভবিষ্যতে কোনও গুরুত্বপূর্ণ ম্যাচ যাতে গান্ধী পরিবারের সদস্যদের জন্মদিনে না রাখা হয়। বিশ্বকাপের ফাইনালের হার থেকে যেন আমরা শিক্ষা নিই।”
এর আগে রাহুল গান্ধী বলেন,”ভারতের ছেলেরা ভালো খেলছিল। বিশ্বকাপটাও জিতে যেত। কিন্তু ফাইনালে অপয়া গিয়ে হারিয়ে দিল।”