সঞ্জয় অধিকারী: সিনেমা হলগুলি আবার চালু হওয়ায় এবং সারা দেশে মানুষকে বিনোদন দেওয়ার জন্য বেশ কয়েকটি মোশন ছবি মুক্তির কারণে এই বছর সিনেমাগুলি সিলভার লাইনিং করছে৷
কোভিড-১৯ মহামারীর কারণে গত কয়েক বছরে বক্স অফিসে খরা চলছিল। সিনেমা হলগুলিও বন্ধ করে দেওয়া হয়েছিল, শিল্পকে হিমাগারে পাঠানো হয়েছিল।
ঈদুল ফিতর উপলক্ষে ঢালিউড নির্মাতাদের চারটি সিনেমা মুক্তি পেয়েছে। এই চারটি ছবিতে মোট ১০ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে।
প্রযোজকরা বেশ আশাবাদী যে বক্স অফিসে ভালো ব্যবসা করবে কারণ সিনেমা দর্শকরা বিগ বাজেটের এই ধরনের বিনোদনের সিনেমা দেখতে চায়।
ঈদুল ফিতর উপলক্ষে ঢালিউড নির্মাতাদের মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হলো- ‘গলুই’, ‘শান’, ‘বিদ্রোহী’ ও ‘বড্ড ভালোবাসি’। ছবিগুলো সারাদেশে ১৬৭টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে।
ছবির পরিবেশনা সংস্থার তথ্যমতে, ব্লকবাস্টার সিনেমাসহ ১০২টি হলে মুক্তি পাচ্ছে ‘বিদ্রোহী’। দেশের সব মাল্টিপ্লেক্সসহ ‘শান’-এর ৩৫টি প্রেক্ষাগৃহ রয়েছে। সমস্ত মাল্টিপ্লেক্সের সাথে, ‘গলুই’-এর হলের সংখ্যা ২৯টি এবং ‘বড্ড ভালোবাসি’ হল একটি মাত্র।
দীর্ঘদিন পর ঈদ উৎসবে একসঙ্গে মুক্তি পাচ্ছে দেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে ‘প্রভাবশালী’ তারকা শাকিব খানের দুটি ছবি। এর মধ্যে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘গলুই’। অন্যদিকে তিন বছর পর মুক্তি পাচ্ছে ‘বিদ্রোহী’ ছবিটি। প্রযোজনা প্রতিষ্ঠানের মতে, এবারের ঈদে সবচেয়ে বেশি বাজেটের সিনেমা ‘শান’। এর উৎপাদনে মোট ৪.৫ কোটি টাকা ($5=৫ মিলিয়ন) খরচ হয়েছে। ‘বিদ্রোহী’-এর বাজেট ৩ কোটি টাকা।
এদিকে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘গলুই’ ব্যয় হয়েছে ২ কোটি ২০ লাখ টাকা এবং ‘বড্ড ভালোবাসি’ নির্মিত হয়েছে ৮৬ লাখ টাকা ব্যয়ে। সব মিলিয়ে এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ১০ কোটি টাকারও বেশি সিনেমা।
‘গলুই’ ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা একটি সংকটে আছি। এই সংখ্যক হল দিয়ে চলচ্চিত্রে বিনিয়োগ করা কঠিন কাজ।” তিনি বলেন: “তবে সিনেমাগুলো ভালো হলে সিনেপ্লেক্স থেকে একটা ভালো কমিশন আসতে পারে। এ ছাড়া দ্বিতীয় সপ্তাহে আমাদের চলচ্চিত্রটি নতুন হলে নিয়ে যাওয়া হতে পারে। আমরা আশা করি আমাদের থিয়েটারগুলি এভাবেই বাড়বে এবং বিনিয়োগকৃত অর্থ ফিরে আসবে।”
বিগ বাজেটের ছবি ‘শান’-এর প্রযোজক আজাদ খান বলেন, “আরও ১০০টি হল পাওয়া গেলে লাভের সম্ভাবনা ছিল। তারপরও সিনেপ্লেক্সগুলো এক-দুই মাস ভালোভাবে চললে ভালো কিছু হবে।”