কমিউনিটি নিউজ ডেস্ক: চরম বিপত্তি! ভীষণ মর্মান্তিক এক ঘটনা ঘটে গিয়েছে। উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে বেঘোরে মৃত্যু হল পাঁচ বাঙালি পর্যটকের। এর মধ্যে আছেন গড়িয়ার একই পরিবারের স্বামী-স্ত্রী, পুত্র। ঘটনায় মৃতরা হলেন মদনমোহন ভুঁইয়া, ঝুমুর ভুঁইয়া এবং নীলেশ ভুঁইয়া।
জানা গিয়েছে, কেদার তাল বেড়াতে যাওয়ার পর তাঁদের গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়, এমনটাই খবর। ঘটনার সাথে সাথে গাড়িতে আগুন ধরে যায়। এবং তারপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ সবাই।
মদন ভুঁইয়া একটি প্রাইভেট কোম্পানিতে লাইব্রেরিয়ান হিসেবে কাজ করতেন। এবং ঝুমুরও নিউ ব্যারাকপুর কলেজের লাইব্রেরিয়ান। দুজনেই শিক্ষিত। খবর যে, পশ্চিমবঙ্গের গড়িয়ার এই পরিবারের পাশাপাশি মারা গিয়েছেন মোট পাঁচ জন। যার মধ্যে একজন গাড়ির চালক আছেন। নৈহাটি দেবমাল্য দেবনাথ আর ব্যারাকপুরের প্রদীপ দাস ছিলেন ঐ গাড়িতেই। তাঁরাও মারা গিয়েছেন দুর্ঘটনায়। দুর্ঘটনায় নিহত পর্যটকদের দেহ শীঘ্রই ফিরিয়ে আনার জন্য সচেষ্ট হয়েছে স্থানীয় প্রশাসন।