২০৫ জনের দেহ স্বজনদের কাছে হস্তান্তর, ৮৩ জনের পাওয়া যায়নি পরিচয়
উড়িষ্যা নিউজ ডেস্ক: ওড়িশার বালাসোর জেলার বাহানাগা রেলওয়ে স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮। বালাসোরের জেলা ম্যাজিস্ট্রেটের চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতে রাজ্যের মুখ্য সচিব প্রদীপ জেনা এই তথ্য দিয়েছেন।
প্রদীপ জেনা মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন যে দুর্ঘটনাস্থল থেকে মোট ১৯৩ জনের মৃতদেহ ভুবনেশ্বরে আনা হয়েছিল, এবং ৯৪ জনের মৃতদেহ বালাসোরে তাদের আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছিল। আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য ভদ্রক মেডিক্যাল কলেজে নিয়ে আসা হলে সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁর দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেনা জানান, ৯৬টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ১৯৩টি মৃতদেহ ভুবনেশ্বরে আনা হয়েছে। এ পর্যন্ত মোট ২৮৮টি মৃতদেহের মধ্যে ২০৫ জনের দেহ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন হাসপাতালে এখনও ৮৩ জনের মৃতদেহ রয়েছে। তাদের সবার ডিএনএ নমুনা রাখা হয়েছে। তাদের দাবিদাররা এলে তাদের কাছে ডিএনএ ম্যাচিং করে দাবিদারদের কাছে দেহ হস্তান্তর করা হবে।