ওড়িশা নিউজ ডেস্ক: করমণ্ডলের ভয়াবহ রেল দুর্ঘটনার মূল কারণের অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে সিবিআই। বিভীষিকাময় দুর্ঘটনার ১০ দিনের মাথায় সিবিআই-এর জালে তিন রেলকর্মী।
সোমবার তদন্তের খাতিরে তিনজন রেলকর্মীকে আটক করে কেন্দ্রীয় এজেন্সি। তাঁদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা গিয়েছে, বাহানাগা বাজার স্টেশনের মাস্টার, একজন রেল টেকনিশিয়ান এবং আরও এক কর্মীকে আটক করা হয়েছে। কোনও অজ্ঞাত পরিচয় স্থানে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। ইতিমধ্যেই তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই।
প্রথমদিন থেকেই রেল দুর্ঘটনার তদন্ত নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখে কুলুপ এঁটেছে সিবিআই। ফলে এই তিন রেলকর্মীকে জিজ্ঞাসাবাদ নিয়েও সেভাবে কোনও তথ্য মেলেনি।
কোনও যান্ত্রিক, ত্রুটি, সিগন্যাল বিভ্রাট, অন্তর্ঘাত না কি রেলকর্মীর গাফিলতি? ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটে গিয়েছে, তা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত চলছে।