ভুবনেশ্বর: সম্প্রতি ওড়িশা পুলিশ সিলেকশন বোর্ড কনস্টেবল (কমিউনিকেশন) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ওড়িশা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে odishapolice.gov.in অথবা odishapolice.azurewebsites.net গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ: নাম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর থেকে। প্রার্থীদের আগামী ০৪ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে নিজেদের নাম রেজিস্ট্রার করাতে হবে। আবেদন করতে হবে অনলাইনে।
শূন্যপদের সংখ্যা: সর্বমোট শূন্যপদের সংখ্যা ২৪৪টি। ওড়িশা রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্টের তদারকিতে এই নিয়োগ হবে। প্রার্থীদের মূলত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
নিয়োগের তারিখ: উল্লিখিত পদে নিয়োগের জন্য আগামী ১৫ থেকে ২০ নভেম্বর, ২০২১ দিনক্রম ধার্য করা হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ওড়িশা পুলিশ সিলেকশন বোর্ড
পদের নাম: কনস্টেবল
শূন্যপদের সংখ্যা: ২৪৪
কাজের স্থান: ওড়িশা
কাজের ধরন: সরকারি কাজ
নির্বাচন পদ্ধতি: শারীরিক দক্ষতামূলক পরীক্ষা এবং কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরু: ১৩.০৯.২০২১
শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ শ্রেণিতে সায়েন্স নিয়ে উত্তীর্ণ/ ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০৪.১০.২০২১
বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ২৩ বছর এবং সর্বনিম্ন ১৮ বছর ধার্য করা হয়েছে। SC/ST/SEBC/মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের ওড়িশা সরকারের অধীনস্থ বা যে কোনও সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান ১০+২ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথবা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষায় দ্বাদশ শ্রেণিতে সায়েন্স নিয়ে (১. ফিজিক্স ২. কেমেস্ট্রি ৩. ম্যাথম্যাটিকস অথবা ইলেক্ট্রনিক্স/ কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি) উত্তীর্ণ হতে হবে। এছাড়াও ওড়িশার স্টেট কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এবং ভোকেশনাল ট্রেনিং (State Council for Technical Education & Vocational Training) অথবা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (All India Council for Technical Education)/ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের (University Grants Commission) দ্বারা স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমাপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের ওড়িয়া ভাষা জানা বাধ্যতামূলক।
আবেদন ফি: SC/ ST প্রার্থীরা ছাড়া অন্যান্যদের আবেদন ফি বাবদ ২২০ টাকা দিতে হবে।
নির্বাচন পদ্ধতি: প্রার্থীদের শারীরিক দক্ষতামূলক পরীক্ষা এবং কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।