বিশু / সমীপ, করিমগঞ্জ (অসম): দেশকে সুরক্ষিত রাখতে শুধু সীমান্তরক্ষীদের দিকে চেয়ে থাকলে হবে না। তাঁদেরকে নানাভাবে আমাদের সাহায্য করতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু দেশকে স্বাধীন করতে শুধু ভারতের নয় বিশ্বের নানা প্রান্তে অবস্থানকারী ভারতীয়রাও তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। যার ফলস্বরপ স্বাধীনতা লাভ সম্ভবপর হয়েছে। স্বাধীনতা আন্দোলন থেকে স্বাধীনতা পরবর্তী দেশ রক্ষায় যাঁরা আত্মবলিদান দিয়েছেন আজ তাঁদের স্মরণ করছে দেশবাসী। দেশের সুরক্ষার জন্য সব সময় ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণ কামনায় কাজ করতে হবে। করিমগঞ্জের কুশিয়ারা নদীর পারে বিবেকানন্দ কেন্দ্র করিমগঞ্জ কার্যস্থান কর্তৃক আয়োজিত ভারত মাতা পূজা উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য পেশ করতে গিয়ে এই কথাগুলো বলেছেন বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী করিমগঞ্জ কার্যসংস্থানের এক ভারত বিজয় ভারতের জেলা প্রমুখ প্রাক্তন অধ্যাপক মৃণালকান্তি দত্ত।
দেশের স্বাধীনতায় তাঁদের জীবনী নিয়ে এবং বিবেকানন্দ কেন্দ্রের অনুষ্ঠান নিয়ে আলোচনা করেন করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনের প্রধান আচার্য অঞ্জন গোস্বামী। অনুষ্ঠানের শুরুতে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী করিমগঞ্জ কার্যসংস্থানের সংযোজগ অরুপ রায়। তিনি বলেন, সীমান্ত সুরক্ষায় ভারত ভূমিকে রক্ষা করতে যাঁরা প্রাণ দিয়েছেন এবং যাঁরা দিনরাত এক করে ১৩০ কোটি নাগরিককে সুরক্ষা প্রদান করছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ ভারত মাতার পূজা সহ অন্যান্য কার্যসূচি হাতে নিয়েছে বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী।
এদিন করিমগঞ্জ বিসর্জন ঘাটে ভারতের মানচিত্রের সীমান্তে মাটির প্রদীপ জ্বালিয়ে সেনাদের সম্মান ও বীর শহিদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশাত্মবোধ সঙ্গীত, স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আলোচনা, বন্দেমাতরম সঙ্গীত এবং প্রদীপ নিয়ে পরিক্রমা করে কুশিয়ারায় বিসর্জন দেওয়া হয়। শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী করিমগঞ্জ কার্যস্থানের পক্ষে প্রাক্তন অধ্যাপক মৃণালকান্তি দত্ত, আরএসএস-এর জেলা সংঘচালক নর্মদা চক্রবর্তী, বিশ্ববন্ধু চক্রবর্তী, দীনদয়াল আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ জয়শ্রী চক্রবর্তী, সীমান্ত চেতনা মঞ্চের মহেশ্বতা চক্রবর্তী, দুর্গা বাহিনীর অপর্ণা ভৌমিক প্রমুখ। দেশাত্মবোধ সঙ্গীত পরিবেশন করেন বিবেকানন্দ সংগীত চর্চা কেন্দ্র ও সরস্বতী বিদ্যানিকেতনের শিল্পীরা। ভারত মাতার ভূমিকায় ছিলেন নবনীতা নাগ এবং স্বামী বিবেকানন্দের ভূমিকায় দেবরাজ নাগ।