পশ্চিমবঙ্গ ডেস্ক: পশ্চিমবঙ্গের করোনা সংক্রমনের হার আশার সঞ্চার করছে। সোমবার রাত ১২টা পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরে যে হিসাব এসেছে তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছে ৬৪১ জন। মৃতের সংখ্যা ২৯। সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৪২ জন। সুস্থতার হার ৯৮.১২ শতাংশ। সব থেকে স্বস্তি দিচ্ছে কলকাতা। পয়তাল্লিশ দিন পরে কলকাতায় আক্রান্তের সংখ্যা ১০০’র নিচে নেমেছে।
সোমবার সংখ্যাটি ছিল ৭৫। কলকাতায় সংক্রমণের হারও তিন শতাংশের নিচে নেমেছে। এদিন এই হার ছিল ২.৩৯ শতাংশ। চিকিৎসকরা কলকাতার এই হালচাল দেখে বলছেন, করোনা বিদায় নেয়ার মুখে। এখন সতর্ক থাকা দরকার। সোমবার ভারতের পরিসংখ্যানও উৎসাহব্যাঞ্জক। এদিন মধ্যরাত পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৪ ঘণ্টায় ৮৩ হাজার ৮৭৬ জন। গত ৩৪ দিনে সব থেকে কম। মৃত্যু হয়েছে ৮৪৫ জনের। যা পনেরো দিনে সব থেকে কম। অর্থাৎ করোনা বিদায়ের ইঙ্গিত মিলছে।