পশ্চিমবঙ্গ প্রতিনিধি: রাজনৈতিক পালাবদলের পর দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন শুরু হলেও ভারতের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ অপরিবর্তিত রাখা হয়েছে। গত বাজেটে, অর্থাৎ ২০২৪–২৫ অর্থবর্ষে বাংলাদেশের জন্য ভারতের বরাদ্দ ছিল ১২০ কোটি রুপি। এবারের বাজেটেও সেই বরাদ্দ অপরিবর্তিত রাখা হয়েছে। তুলনায় প্রভূত বেড়েছে মালদ্বীপের অর্থ বরাদ্দ। ৪৭০ কোটি থেকে বেড়ে সাহায্যের পরিমাণ হয়েছে ৬০০ কোটি রুপি।
প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত থেকে সবচেয়ে বেশি অর্থ সাহায্য পেয়ে থাকে ভুটান। এবারও তাদের জন্য বরাদ্দ সবচেয়ে বেশি। তবে গতবারের তুলনায় কম। ২০২৪–২৫ অর্থবছরে ভুটানের বরাদ্দ ছিল ২ হাজার ৫৪৩ কোটি ৪৮ লাখ রুপি, ২০২৫–২৬ অর্থবছরের জন্য বরাদ্দ হয়েছে ২ হাজার ১৫০ কোটি।
এ ছাড়া নেপালের বরাদ্দ ৭০০ কোটি ছিল। এবারও তা–ই রাখা হয়েছে। শ্রীলঙ্কার বরাদ্দও অপরিবর্তিত। ৩০০ কোটি রুপি। মরিশাস পাবে ৫০০ কোটি, আফগানিস্তান ১০০ কোটি, মিয়ানমার ৩৫০ কোটি।
এবারের বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিরাপত্তার জন্য অনেক টাকা বরাদ্দ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বাজেটে জোর দিয়েছে আন্তর্জাতিক সীমান্তে বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ, নতুন চেকপোস্ট তৈরি, কাঁটাতারের বেড়া দেওয়া ও উন্নতমানের নজরদারির ওপর। এই খাতে বরাদ্দ বৃদ্ধি হয়েছে ৮৭ শতাংশ।
২০২৪–২৫ সালে কেবল সীমান্ত পাহারার জন্য বাজেট বরাদ্দ ছিল ২ হাজার ৭৯৪ কোটি ৫৭ লাখ রুপি। এবার বাজেটে তা বেড়ে হয়েছে ৫ হাজার ২৩৭ কোটি ৯৩ লাখ রুপি।