সোনামুড়া, ২৫ আগস্ট: সোমবার সোনামুড়া টাউন হলে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সিপিআই(এম)-এর বর্ষীয়ান নেতা ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দলের সর্বভারতীয় নেতা সীতারাম ইয়েচুরির জন্মদিন উপলক্ষে আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকার জন্য বিজেপি সরকার দেশের নির্বাচন কমিশনকেও কব্জা করতে চাইছে।
মানিক সরকারের অভিযোগ, বিজেপি বাইরে গণতন্ত্রের মুখোশ পরে থাকলেও ভেতরে ভেতরে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে। তিনি বলেন, “পরিস্থিতি টালমাটাল বুঝে বিহারে জোটসঙ্গীর ভরসায় ক্ষমতায় টিকে থাকা মুশকিল ভেবে এবার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটের কয়েক মাস আগে আবারও ভোটার তালিকা সংশোধনের চেষ্টা চলছে। অথচ নিয়ম অনুযায়ী গত জানুয়ারিতেই সংশোধিত তালিকা প্রকাশিত হয়েছে।”
তিনি আরও দাবি করেন, এভাবে ক্ষমতায় থাকার মরিয়া চেষ্টায় বিজেপি রাজনৈতিক ক্ষেত্রেই শুধু নয়, বরং অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও আক্রমণ শানাচ্ছে। এর বিরুদ্ধে সাধারণ মানুষকে পাশে নিয়ে বামপন্থী নেতা-কর্মীদের আন্দোলনের ময়দানে থাকতে হবে।
সভায় সিপিআই(এম) সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদক তথা বিধায়ক শ্যামল চক্রবর্তী, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন সাহা, সুরেশ দাস, রাজ্য কমিটির সদস্য জেসমিন সুলতানা প্রমুখ।
সভায় বক্তারা একযোগে জানান, বিজেপির অগণতান্ত্রিক কর্মকাণ্ড এবং জনগণের অধিকার হরণের বিরুদ্ধে আগামী দিনে আরও জোরদার আন্দোলন গড়ে তুলবে বামফ্রন্ট।