ত্রিপুরা নিউজ ডেস্ক: গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবীতে শনিবার আগরতলায় এক বিশাল জনসভার আয়োজন করে তিপ্রামথা দল। এদিন রাজধানীর আস্তাবল ময়দানে আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মা বলেন ত্রিপুরা জনজাতিরা ৭০বছর ধরে বঞ্চিত।
তিপ্রাসা জনজাতিদের বঞ্চিত করে রেখেছে একের পর এক সরকার। তাই তাদের উন্নতির জন্য এই লড়াই আন্দোলন। রাজ্যের জনজাতি অংশের মানুষ সংবিধানিক অধিকারের মধ্য থেকে দাবী করছেন। অথচ সরকার তাদের আলোচনার জন্য ডাকছে না। জম্মু ও কাশ্মীর রাজ্যের হুরিয়ত এবং নাগাল্যান্ডের এন এস সি এন ভারতের সংবিধানকেই মানে না, অথচ সরকার তাদেরকে আলোচনায় ডাকছে। তিপ্রাসারা জঙ্গী গোষ্ঠী নয়, তারা জনগণের ভোট নির্বাচিত দল এবং জনপ্রতিনিধি।
বিচ্ছিন্নতাবাদী তারা যারা রাজনীতির নামে বিভাজন করছে। তিনি আরো বলেন যদি তাদের সঙ্গে আলোচনায় না আসবে তবে তারা ২০২৩ সালের রাজ্যের পরবর্তী বিধানসভা নির্বাচনে জনজাতি সংরক্ষিত ২০টি আসনেই নয় তারা ৩৫টি আসনে প্রার্থী দেবে তিপ্রামথা দল। প্রদ্যুৎ কিশোর দেববর্মণ আর বলেন তিনি মন্ত্রী, এমপি ক্ষমতা কিছুই তার প্রয়োজন নেই, তিনি রাজ্যের জনজাতি অংশের মানুষের জন্য কাজ করতে চান।
এদিনের এই জনসভায় দলের চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মা ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে দলের কর্মীসমর্থকরা এখানে এসেছেন। সব মিলিয়ে এদিন সভায় প্রায় ২৫ হাজারের বেশি লোক সামিল হয়েছিলেন। তাদের দাবী এমন জন প্লাবন আগে কখনো কোন রাজনৈতিক সভায় হয়নি। গ্রেটার তিপ্রাল্যান্ড হচ্ছে ত্রিপুরা রাজ্য ভেঙ্গে আর একটি রাজ্য গঠন করার দাবী।