মো: জয়নুল আবেদীন, যুক্তরাজ্য: যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন এইচ টি এ সেবা ফাউন্ডেশন বাংলাদেশের উপসাগরীয় এলাকা চট্রগামে শীত বস্ত্র বিতরণ করেছে।
গতকাল চট্রগ্রামের নিজাম পুর কলেজ মিরসরাই এ ফাউন্ডেশনের চট্রগ্রাম শাখার পরিচালক মোহাম্মদ জে আলমের পরিচালনায় নুরুল মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্পেশাল পুলিশ ব্রাঞ্চের কর্মকর্তা জে আলম, নাভানা গ্রুপের এজি এম ময়নুল কবির চৌধুরী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা আব্দুল মোমিন নাসেরী সাহেব, রেডিও এবং টিভির উপস্থাপিকা কবি আয়শা মুন্নি, সরকারি হাট এন আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ, মাষ্টার মীর হোসেন, মহিলা মেম্বার রওশন আরা ও বিভিন্ন সংগঠনের সামাজিক ব্যাক্তিবর্গ।
এ উপলক্ষে ফাউন্ডেশনের চেয়ারম্যান আশিক আহমদ বলেন, এইচ টি এ সেবা ফাউন্ডেশন বৃটিশ ও বাংলাদেশ সরকার অনুমোদিত দুস্থ মানবতার সেবায় নিয়োজিত একটি সেবা সংস্থা। দেশের বিভিন্ন জেলা উপজেলার দানবীর দ্বারা গঠিত হয় এই সংগঠনটি। বিগত ১৮ বৎসর থেকে নিরলস ভাবে দেশের অসহায় ও অবহেলিত মানুষের সেবা করে যাচ্ছে। তিনি সংগঠনের সকল কাজে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন। খবর বিজ্ঞপ্তি