কমিউনিটি নিউজ ডেস্ক: বাঙালির ঐতিহ্যের সঙ্গে মিশে আছে পিঠা-পুলি। তাই তো শীতকাল জুড়েই বাংলাদেশের ঘরে ঘরে থাকে হরেক রকমের পিঠার আয়োজন। প্রবাসে থেকেও বাঙালিরা এর আয়োজন থেকে পিছিয়ে নেই।
এরই ধারাবাহিকতা জার্মানির হামবুর্গে হয়ে গেলো পিঠা উৎসব। এ উৎসবে অংশগ্রহণ করেন বাংলাদেশি প্রবাসীরা। ২১ জানুয়ারি জাগরণ জার্মানি বাংলাদেশ সমিতির আয়োজনে এ পিঠা উৎসব হয়।
এতে পরিবার নিয়ে আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেন প্রবাসী বাঙালিরা। এটা এক হামবুর্গ প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। পিঠা উৎসবে অংশগ্রহণ করতে পেরে তারা খুশি হন বলে জানিয়েছেন।
তারা বলেন, প্রবাসের মাটিতে এমন পিঠা উৎসব বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে সম্পৃক্ত রাখে। দেশীয় সংস্কৃতির চর্চার মাধ্যমে প্রবাসে সবাই ঐক্যবদ্ধভাবে থাকার সুযোগ হয়। এছাড়া নতুন প্রজন্মও বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে।
এ ধরনের আয়োজন হামবুর্গে যেন আরও হয় তারও দাবি জানান প্রবাসীরা।