হাফলং (অসম): অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়েও থাবা পড়েছে সাইবার অপরাধের। জেলা পর্যটন বিভাগের অফিশিয়াল ‘ডিমা হাসাও ট্যুরিজম’ নামের অ্যাকাউন্ট হ্যাক করেছে সাইবার অপরাধী। ‘ডিমা হাসাও ট্যুরিজম’ অফিশিয়াল ফেসবুক প্যাজটি এখন সম্পূর্ণ হেকারের নিয়ন্ত্রণে।
ডিমা হাসাও জেলা পর্যটন দফতরের উপ-অধিকর্তা নর্মেন্দু কেম্প্রাই শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, কিছুদিন আগে জেলা পর্যটন বিভাগের ফেসবুক প্যাজটি হেক হয়েছে। এই ফেসবুক প্যজটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে সাইবার অপরাধীরা। কিছুদিন থেকে বিভাগীয় এই ফেসবুক প্যাজে আপত্তিজনক পোস্ট আপলোড করছে হেকাররা। জেলা পর্যটন বিভাগ এই ফেসবুক প্যাজটি পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বিফল হচ্ছে। ইতিমধ্যে বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষকে রিপোর্ট করা হয়েছে। এছাড়া হাফলং সদর থানার সাইবার সেলেও এ সম্পর্কে এজাহার দাখিল করা হয়েছে। তবে এখনও পর্যটন বিভাগের ফেসবুক অ্যাকাউন্ট হেকারের কবজা থেকে পুনরুদ্ধার বা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
নর্মেন্দু কেম্প্রাই বলেন, ডিমা হাসাও জেলা পর্যটন বিভাগের এই ফেসবুক প্যাজের দশ হাজার ফলোয়ার রয়েছেন। তাই এবার জেলা পর্যটন বিভাগ ডিমা হাসাও ট্যুরিজম নামের নতুন একটি ফেসবুক প্যাজ খুলেছে। আগের মতো ডিমা হাসাও ট্যুরিজম নামের যে ফেসবুক প্যাজ ছিল এবং যারা এর ফলোয়ার রয়েছেন বা ফলো করছেন তারা যাতে এই প্যাজটি আনফলো বা ব্লক করে দেন এই আহ্বান জানিয়েছেন জেলা পর্যটন বিভাগের উপ-অধিকর্তা নর্মেন্দু কেম্প্রাই।