আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সিলেট সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লন্ডন মহানগর আওয়ামীলীগ।
লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলাল চৌধুরীর সেলিম এক বিবৃতিতে মরহুমদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে জাতীয় তিন প্রভাবশালী নেতার মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে। যা কখনো পূরণ হবার নয়। খবর বিজ্ঞপ্তি