আগরতলা : করোনায় কাঁপছে দেশ। ক্রমবর্ধমান সংক্রমণের গ্রাফচিত্র। সে সবকে থোড়াই কেয়ার। রীতিমতো নাইট কার্ফু চলাকালীন বেশ জাঁকজমক করে আয়োজন করা হয়েছিল বিয়ের অনুষ্ঠানের। করোনা পরিস্থিতিকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল বিয়ে বাড়ির শেষপর্বের খাওয়া দাওয়া।
কিন্তু শেষরক্ষা হল না। জেলা প্রশাসনের কাছে ধরা পড়ে শেষপর্যন্ত শ্রীঘরে ঠাঁই হল বিয়ের পুরোহিত, বর ও কনের দাদার। দেশজোড়া করোনা আবহে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরাতে। যেখানে রাত ১০ টার পর জারি রয়েছে নাইট কার্ফু। সেখানে নিয়ম লঙ্ঘন করে রীতিমতো দুটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। খবর পেয়েই সেখানে ছুটে যান পশ্চিম ত্রিপুরার জেলা শাসক শৈলেশ যাদব।
জানা গিয়েছে, নাইট কার্ফু অমান্য করায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।ওই বিয়েবাড়ি থেকে মোট ৩১ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। আর যাদের আটক করা হয়েছে তাঁরা প্রত্যেকেই শিক্ষিত বলে মনে করা হচ্ছে। তারপরও এই পরিস্থিতিতে কী করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করল তা জেনে হতবাক জেলা শাসক।