শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু এলাকায় গ্রেপ্তার ভারতীয় নাগরিক রাজেশ পান্ডেকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন খান এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ৯ এপ্রিল শেখ রাসেল সেনানিবাসের ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা পদ্মা সেতু এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেন। আটক ব্যক্তি জাজিরা উপজেলার নাওডোবার কালুবেপারী কান্দি এলাকার ফুড এক্সপ্রেস রেস্টুরেন্ট এলাকার আশপাশে ঘোরাঘুরি করছিলেন। তখন সেনাবাহিনীর সদস্যদের কাছে তাঁর গতিবিধি সন্দেহজনক হলে তাঁকে আটক করে সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে জাজিরা থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে আটক ব্যক্তি ভারতীয় নাগরিক। তাঁর নাম রাজেশ পান্ডে।
এ ঘটনায় জাজিরা থানা-পুলিশ অনুপ্রবেশ আইনে রাজেশ পান্ডের নামে মামলা করে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ এপ্রিল আদালতের মাধ্যমে তাঁকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।
শরীয়তপুরের আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ভারতীয় নাগরিক রাজেশ পান্ডে কী উদ্দেশ্যে পদ্মা সেতু এলাকায় ঘোরাফেরা করছিলেন। কীভাবে তিনি বাংলাদেশের পাসপোর্ট-ভিসা ছাড়া এলেন। তাঁর কোনো অসৎ উদ্দেশ্য ছিল কি না, তা জানা প্রয়োজন। এ জন্য তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা জাজিরা থানার উপপরিদর্শক জসীম উদ্দীন আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।