বেশ কিছুদিন ধরে পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ হার নিম্নমুখী থাকলেও হঠাৎ তা আবার বাড়তে শুরু করেছে। গত মঙ্গল ও গতকাল বুধবার রাজ্য কর্তৃপক্ষের পরিসংখ্যান বলছে, মৃতের সংখ্যা না বাড়লেও গত দুই দিনে সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়েছে। ২১ জুলাইয়ের পর বুধবার রাজ্যে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে।
দুর্গাপূজা চলার সময়ে পশ্চিমবঙ্গে করোনা মহামারির তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর আগেই সতর্ক করেছিল। তাই করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করলেও অনেক মণ্ডপে সেগুলো উপেক্ষা করে মানুষের ভিড় জমতে দেখা গেছে। এমনকি ভিড়ের চাপে একটি পূজামণ্ডপ বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে। তবে দুর্গোৎসব চলার সময়ে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার নিম্নমুখী থাকায় রাজ্যের মানুষের মনে স্বস্তি ফিরেছিল।
গতকাল সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর তাদের বুলেটিনে সর্বশেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যান উপস্থাপন করেছে। এতে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৬৭ জনে দাঁড়িয়েছে, যা ২১ জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ। ওই দিনটিতে পশ্চিমবঙ্গে ৮৬৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।
বুলেটিনে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় এই রাজ্যে সংক্রমণের হার ২ দশমিক ৪৩ শতাংশ আর সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৩ শতাংশ। গতকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই রাজ্যের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন ৭ হাজার ৪৯১ জন।
কলকাতা, হাওড়া, হুগলিতে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় রাজ্য সরকার উদ্বিগ্ন বলেও জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।