দক্ষিণবঙ্গের ভ্যাপসা গরম কাটবে বলে মনে করা হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই। অগাস্টের শুরুতেই বিপুল বৃষ্টি দক্ষিণবঙ্গকে গ্রাস করতে চলেছে। এদিকে, পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে বড়সড় সতর্কতা জারি করল আইএমডি।
প্রবল বৃষ্টি বাংলায় কবে?
আইএমডি জানিয়েছে, বাংলায় প্রবলবৃষ্টিপাত ৩ থেকে ৫ অগাস্টের মধ্যে হবে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ওড়িশা ও বাংলার উপকূলে প্রবল বৃষ্টিপাত হবে বলে খবর। সঙ্গে থাকবে দাপুটে ঝড়। এই বার্তা দিয়েই আইএমডি সতর্কতা জারি করেছে।
আগামী ৪৮ ঘণ্টা
প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রাজস্থানে জারি করেছে আইএমডি। এছাড়াও এই সতর্কতা জারি হয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ, বিহারে। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রবল হাওয়ার দাপট পশ্চিমবঙ্গে থাকতে পারে বলেএ জানানো হয়েছে।
দেশের পশ্চিমপর্বে সতর্কতা
দেশের পশ্চিমপর্বে সতর্কতা দেশের পশ্চিম দিকে এদিন প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে খবর। গুজরাতে ৫ থেকে ৬ অগাস্ট ও মহারাষ্ট্রের ৪ থেকে ৫ অগাস্ট প্রবল বৃষ্টি হতে পারে। এদিকে, রাজ্যের প্রতিবেশী ঝাড়খণ্ডেও বৃষ্টির পরিমাণ বাড়বে।
উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন হবে?
উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন হবে? উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কমার কোনও আশা নেই। গত কয়েক সপ্তাহ ধরেই ভারী থেকে অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। একধিক নদীর জল বেড়েছে। বৃষ্টি বাড়লে সেগুলি বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করবে বলে আশঙ্কা করা হচ্ছে।