মৌসুমী / কাকলি: গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২৪৫জন । একদিনে সুস্থ হয়ে উঠছেন ২৭৪৭জন। তবে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৪.৫৬শতাংশ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৪জনের। এদিকে কমেছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৮.০৬শতাংশ মানুষ এদিন সংক্রমিত হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্তত খবর এমনটাই।
এখন রাজ্যে সক্রিয় চিকিত্সাধীন করোনা আক্রান্তের সংখ্যা ১৯হাজার ৫৯৭জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫লাখ ৩০হাজার ৫৪৬জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৫লাখ ১হাজার ৬২৪জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯২৩৫জনের। এদিকে গত একদিনে কলকাতায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২৫জন। সুস্থ হয়েছেন গত ২৪ ঘন্টায় ৬৪৫জন।
শহরে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ১০ জনের। বর্তমানে এখন করোনায় আক্রান্ত সক্রিয় চিকিত্সাধীন রয়েছেন ৪৬৫৮জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। একদিনে আক্রান্ত হয়েছেন ৫০৫জন। সুস্থ হয়ে উঠছেন ৬৩৪জন।
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪২হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫লাখ ৮১হাজার ৪৬৫টি। এখন রাজ্যে ৯৭টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।