বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের নিয়ে ‘বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ময়না তালুকদারকে সভাপতি ও সাংবাদিক পুলক ঘটককে সাধারণ সম্পাদক করে নবগঠিত সংগঠনের ৩৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হয়েছে।
বুধবার দেশে বিদ্যমান প্রথানির্ভর হিন্দু আইন সংস্কারের লক্ষ্যে হিন্দু, বৌদ্ধসহ বিভিন্ন সম্প্রদায়ভুক্ত বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সমন্বয়ে আয়োজিত ভার্চুয়াল সমাবেশে এই কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক অজয় দাশগুপ্ত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠন পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এই সংখ্যা পর্যায়ক্রমে ১০১ সদস্যে উন্নীত করা হবে। নবগঠিত সংগঠন হিন্দু আইন সংস্কারের জন্য অধিকতর গবেষণা, আলাপ আলোচনা, জনমত গঠন এবং নিয়মতান্ত্রিক আন্দোলন পরিচালনা করবে।
প্রাথমিকভাবে পাঁচটি দাবি নিয়ে কাজ করবে বল জানিয়েছে সংগঠনটি। দাবিগুলো হলো- হিন্দু উত্তরাধিকার আইনের লিঙ্গ বৈষম্য দূরীকরণ, অভিভাবকত্ব আইনের লিঙ্গ বৈষম্য নিরসন, দত্তক আইনের লিঙ্গ ও বর্ণবৈষম্য নিরসন, বিবাহ বিচ্ছেদ আইন প্রণয়ন এবং বিবাহ নিবন্ধন বাধ্যতামুলক করা।
সভা থেকে বিদ্যমান হিন্দু আইনের লিঙ্গবৈষম্যসহ সকল প্রকার অসঙ্গতি নিরসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রতি আবেদন জানানো হয়।