ওড়িশা নিউজ ডেস্ক: পুরী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটি (SJMC) সোমবার আসন্ন রথযাত্রা উৎসবের জন্য 14.76 কোটি টাকা বরাদ্দ করেছে যা 1 জুলাই থেকে শুরু হতে চলেছে।
পুরী গজপতির সভাপতিত্বে মন্দির পরিচালনা কমিটি, পুরী রাজপরিবারের বংশোদ্ভূত দিব্যসিংহ দেব, 2022-23 বছরের জন্য 248.50 কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। “রাজস্ব উদ্বৃত্ত প্রায় 42.73 কোটি টাকা,” কর্মকর্তারা বলেছেন।
বৈঠকের পর দেব বলেন, মন্দিরের চারপাশে চলমান হেরিটেজ করিডোর প্রকল্পটি 12 শতকের শ্রী জগন্নাথ মন্দিরের জন্য কোন হুমকি নয়।
“মন্দির ব্যবস্থাপনা কমিটি করিডোর প্রকল্পের স্থাপত্য নকশার অনুমোদন দিয়েছে। আমরা কনসেপ্ট প্ল্যান থেকে এর সাথে যুক্ত হয়েছি। কাজ শুরু হয়েছে এবং রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়কেই এটি এগিয়ে নিতে হবে। সকলের সহযোগিতা করা উচিত।” দেব বললেন।