বহু কাঙ্খিত বর্ষা অবশেষে প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে, বর্ষার আগমণের সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে, দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষা ঢুকে পড়লেও, এখনই জোরালো বৃষ্টি হবে না। অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু দিন, কারণ মৌসুমী বায়ু এখন বেশ দুর্বল। আবহবিদরা জানিয়েছেন, বর্ষা আসার সঙ্গে সঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। খানিকটা দুর্বল হয়েই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে। তবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে।
শনিবার সকাল থেকেই কলকাতা-সহ লাগোয়া জেলাগুলির আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আকাশ কালো করে বৃষ্টি শুরু হয় কলকাতা ও লাগোয়া জেলগুলিতে। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় বৃষ্টি বেশি হয়েছে। এদিন সকাল থেকে রোদের দেখা মেলেনি। গরমের অস্বস্তিভাব প্রায় কেটেই গিয়েছে। মনোরম পরিবেশ ফিরেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম, এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, প্রবল বর্ষণে নাজেহাল অবস্থা উত্তরবঙ্গে। বৃষ্টিতে বিভিন্ন নদীর জলস্তর বেড়েছে। কালজানি নদীর জলস্তর ৪৫.৮৫ মিটার ছুঁয়েছে। আলিপুরদুয়ার শহরের পাশে সেচ দফতর কালজানিতে লাল সতর্কতা জারি করেছে। শহরের পাশে কালজানি নদীবাঁধের বন্ধ স্লুইস গেট দিয়ে চুঁইয়ে চুঁইয়ে জল ঢোকায় শনিবার সকাল থেকে আতঙ্ক তৈরি হয়েছে শহরে। একইভাবে হাসিমারা ও তার তীরবর্তী সংরক্ষিত ও অসংরক্ষিত এলাকায় তোর্সা নদীতে হলুদ সংকেত জারি করেছে।