বাংলাদেশ নিউজ ডেস্ক: বাংলাদেশের করোনা পরিস্থিতি বর্তমানে বেশ সুস্থির। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে। এবং এখনো পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৮ জনে। পরিসংখ্যান বলছে, নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬৫৭ জন। আগের দিন এই সংখ্যাটাই ছিল ৭৩২ জন। বৃহস্পতিবার বেশ স্বস্তিদায়ক এই সংখ্যা।
উল্লেখ্য যে, বাংলাদেশে সরকারি হিসাবে এখনো পর্যন্ত মোট কোভিড শনাক্ত হলেন ১৯ লাখ ৪৫ হাজার ৭৬৫ জন। দৈনিক শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশে নিমেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ৩ দশমিক ২২ শতাংশ। করোনা সারিয়ে সুস্থও হয়ে উঠছেন প্রচুর মানুষ। গত ২৪ ঘণ্টায় করোনা সারিয়ে সুস্থ হয়েছেন মোট ৪৬২৮ জন এবং এখন পর্যন্ত সর্বমোট ১৮ লাখ ৩১ হাজার ৫৭৭ জন করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে করোনা সম্পর্কে এ তথ্য জানানো হয়েছে। আরও জানানো হয়, বাংলাদেশে ৮৭৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৫৬৮টি নমুনা সংগ্রহ এবং ২২ হাজার ৫৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত ১ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ১৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন যারা তাঁদের মধ্যে ১ পুরুষ এবং ৪ জন নারী। হিসেব অনুযায়ী,বাংলাদেশে করোনায় মোট পুরুষ মারা যাওয়ার সংখ্যা হচ্ছে ১৮ হাজার ৫৫০ জন এবং নারী ১০ হাজার ৫০৮ জন।