বাংলাদেশ নিউজ ডেস্ক: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এবং এখনো পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৮৭২ জনে। এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজারের বেশি। সংখ্যাটা ৪৭৪৬ জন। আক্রান্তের সংখ্যা বেড়েছে। আগের দিন এই সংখ্যাই ছিল ৪৬৯২ জন।
উল্লেখযোগ্য যে, সরকারি হিসেবে এখনো অবধি বাংলাদেশে মোট করোন শনাক্ত হয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ১০২ জন। দৈনিক শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ১৩ দশমিক ৫৩ শতাংশ। তবে করোনা সারিয়ে সুস্থও হচ্ছেন প্রচুর মানুষ। গত ২৪ ঘণ্টায় করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ১১৪১৭ জন এবং এখন পর্যন্ত সর্বমোট গোটা দেশে করোনা জয় করেছেন ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ১৭৫টি নমুনা সংগ্রহ আর ৩৪ হাজার ৪৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত ১ কোটি ৩০ লাখ ৬৪ হাজার ২৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৬ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে যে ৩৪ জন মারা গিয়েছেন তাদের মধ্যে ২১ পুরুষ এবং ১৩ জন নারী। বাংলাদেশে করোনা মহামারিতে মোট পুরুষ মারা গিয়েছেন ১৮ হাজার ৪৩৫ জন এবং নারীর সংখ্যা হচ্ছে ১০ হাজার ৪৩৭ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে করোনায় মারা গিয়েছেন ২ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে আছেন ৬ জন, ৭১ থেকে ৮০ বছরের ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের ৩ জন, ১১ থেকে ২০ বছরের ১ জন আছেন। এবং মহামারিতে মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ঢাকায় ২১ জন।