বাংলাদেশের জাতীয় বিজয় দিবসের ৪৯তম বার্ষিকী উদযাপন উপলক্ষে যুক্তরাজ্য জাসদ কর্তৃক এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর পরিচালনায় উক্ত ভার্চুয়াল সভায় প্রধান বক্তা হিসাবে বাংলাদেশ থেকে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী, তথ্যমন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি এবং চৌদ্দ দলীয় ঐক্যজোটের অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা জননেতা হাসানুল হক ইনু এমপি অংশ নেন।
যুক্তরাজ্য জাসদের বিজয় দিবসের ভার্চুয়াল সভায় হাসানুল হক ইনু এমপি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তি করতে হলে মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।’ তিনি তাঁর বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সেই সাথে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করেন। হাসানুল হক ইনু বলেন, ৪৯তম বিজয় দিবসে বাংলাদেশে অনেক ঘাটতি আছে, অসম্পুর্ণতা আছে। তাই সবকিছু মোকাবেলা করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির দিকে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, আমরা যখন আজ বিজয়ের ৪৯তম বার্ষিকী পালন করছি তখন সাথে সাথে পালন করছি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশ মোকাবেলা করছে বৈশ্বয়িক করোনা যুদ্ধ। ৭১ এর পরাজিত শত্রু রাজনৈতিক অঙ্গন থেকে পিছু হঠেছে শুধু কিন্তু তাঁরা বিতাড়িত হয়নি এবং এখনও আত্মসমর্পন করেনি। তাই বাংলাদেশকে রাজনৈতিক ভাবে অস্থিতিশীল করতে তাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। এই রাজনৈতিক মোল্লারা কখনও পাকিস্তানের ভাড়াটে খেলোয়াড় আবার কখনও বিএনপি জামাতের ভাড়াটে খেলোয়াড় হয়ে বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। দেশ চলবে সংবিধানের চার মুলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপ্রেক্ষতা এবং জাতীয়তাবাদের উপর ভিত্তি করে, কোন রাজনৈতিক মোল্লাদের ফতোয়ায় নয়। সংবিধানের যেমন কোন বিকল্প নেই, তেমনি ভাস্কর্যেরও কোন বিকল্প নেই। তাই বাংলাদেশের ভবিষ্যৎ ঐ চিহ্নিত রাজনৈতিক মোল্লাদের কাছে ছেড়ে দেওয়া যায়না। ঐসব রাজনৈতিক মোল্লারা ২০০৯ থেকে এখনও পর্যন্ত বাংলাদেশের রাজনীতিকে ঘোলা করছে এবং বিএনপি তাদের কৌশলগত সমর্থন দিচ্ছে। তাই তাদের কার্যকলাপকে কোনভাবে ছাড় না দিয়ে রাজনৈতিক দরকারে রাজনৈতিক মোল্লাদের দমন করতে হবে। তিনি মুক্তিযুদ্ধের সকল প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে মধ্যপন্থা অবলম্বন না করে রাজনৈতিক মোল্লাদের সংবিধান বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহবান জানান।
উক্ত ভার্চুয়াল সভায় আরও বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং শহীদ কর্ণেল আবু তাহের অনুজ প্রফেসর ডঃ আনোয়ার হোসেন, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ সভাপতি এবং সিলেট জেলা জাসদের সভাপতি জননেতা লোকমান আহমদ, জাসদ স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক নাদের চৌধুরী, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং মৌলভী বাজার জেলা জাসদের সভাপতি জননেতা আব্দুল হক, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং সিলেট জেলা জাসদের সহ সভাপতি, বীর মুক্তিযুদ্ধা মরহুম আকতার আহমদের স্ত্রী শামীমা আকতার, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ সম্পাদক এবং সিলেট জেলা জাসদের সাধারন সম্পাদক কিবরিয়া চৌধুরী, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য এবং মৌলভী বাজার জাসদের সাধারন সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, সিলেট মহানগর জাসদের সাধারন সম্পাদক গিয়াস আহমদ এবং যুক্তরাজ্য ন্যাপের সভাপতি আব্দুল আজিজ প্রমূখ।
সভায় যুক্তরাজ্য জাসদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, যুক্তরাজ্য এবং ইউরোপিয়ান জাসদ নেতা মতিয়ুর রহমান মতিন, সহ সভাপতি মজিবুল হক মনি, সহ সভাপতি সৈয়দ বদরুল হক এনাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহজাহান, যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহমদ, সাংগঠ্নিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, দপ্তর সম্পাদক সাবুল সামসুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শানুর, অর্থ বিষয়ক সম্পাদক রেদঁয়ান খাঁন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফারুক মিয়া ও যুক্তরাজ্য জাসদের কার্যকরী কমিটির সদস্য শামীম আহমদ।
ভার্চুয়াল সভায় আরও যারা অংশগ্রহণ করেন তারা হলেন, যুক্তরাজ্য জাসদের মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা বিলকিস মনসুর, যুক্তরাজ্য নারীজোট এবং কার্যকরী কমিটির সদস্য জোসনা পারভীন। এছাড়া ব্যক্তিগত অসুবিধা থাকায় অংশগ্রহণ করতে না পারার জন্য ফোনে অপারগতা প্রকাশ করে যুক্তরাজ্য নারীজোট নেত্রী রেহানা বেগম এবং যুক্তরাজ্য জাসদের প্রচার যোগাযোগ সম্পাদক এমরান আহমদ দু:খ প্রকাশ করেন।
যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হারুনুর রশীদ তাঁর সমাপনি বক্তব্যে ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করার জন্য জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সন্মানিত সকল নেতৃবৃন্দকে যুক্তরাজ্য জাসদের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি তাঁর বক্তব্যে সংবিধানকে সমন্নত রেখে ফতোয়াবাজ রাজনৈতিক মোল্লাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। খবর বিজ্ঞপ্তি