বিনোদন প্রতিবেদক: এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ এবার নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে ফিরছেন। এই ছবিতে প্রথমবার তার বিপরীতে দেখা যাবে তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে। সিনেমাটি পরিচালনা করছেন ‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়।
এর আগে গুঞ্জন উঠেছিল, মেহেদীর পরবর্তী সিনেমায় শাকিব খান বা সিয়াম আহমেদ থাকছেন। তবে প্রযোজক শাহরিন আক্তার জানিয়েছেন, ‘বরবাদ’-এর সিক্যুয়েল আপাতত স্থগিত, এখন মূল ফোকাস ‘বিদায়’-এ।
মানবিক সম্পর্ক ও মানুষের অন্তর্দ্বন্দ্ব নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিং চলছে, যা নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। এরপর মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে কিছু দৃশ্য ধারণ করা হবে।
বাপ্পারাজ সোমবার থেকে শুটিংয়ে যোগ দিয়েছেন। জানা গেছে, তিনি একজন ইউনিয়ন চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করছেন। তবে অভিনেতা জানিয়েছেন, প্রযোজনা সংস্থার অনুরোধে এখনই বিস্তারিত জানাতে পারছেন না।