আসাম নিউজ ডেস্ক: বিশ্ব এইডস দিবস উপলক্ষে করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় ডিস্ট্রিক্ট এইডস কন্ট্রোল সোসাইটি কর্তৃক শুক্রবার করিমগঞ্জ জেলায় নানা অনুষ্ঠানের মাধ্যমে এই দিবস পালন করা হয়। সকালে একটি সচেতনতামূলক রেলি এবং সভার আয়োজন করা হয়। করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে রেলির উদ্বোধন করেন করিমগঞ্জ জেলার সরকারি আয়ুক্ত রংবামন তেরন, করিমগঞ্জ জেলা স্বাস্থ্য সঞ্চালক ডাঃ রাজীব কুমার বরুয়া, ডিস্ট্রিক্ট এইডস কন্ট্রোল অফিসার ডাঃ বি কে সরকার, ডিটিসি হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ জিয়াউর করিম ভুঁইয়া সহ অন্যান্যরা।
শহরের বিভিন্ন পথ পেরিয়ে রেলি সমাপ্ত হয় করিমগঞ্জ আইন মহাবিদ্যালয়ে। রেলিতে করিমগঞ্জ হাসপাতালের কর্মচারীবৃন্দ ছাড়াও টি. আই এনজিও দেশবন্ধু ক্লাব, সি.এস.সি ভিহান, আহানা প্রজেক্টের প্রতিনিধিরাও যোগদান করেন। রেলির পর করিমগঞ্জ আইন মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে একটি সজাগতামূলক সভা। সেখানে উপস্থিত ছাত্রছাত্রী সহ অন্যান্য এনজিও প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট এইডস কন্ট্রোল অফিসার ডঃ বি কে সরকার ও সিনিয়র মেডিকেল অফিসার জিয়াউর করিম ভুঁইয়া, ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন মিঠুন রায়, করিমগঞ্জ আইন মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাঈদ সাকিলুর রহমান ও সুপ্রিয় চৌধুরী, টি.আই পিএম সাব্বির আহমেদ মজুমদার, সি.এস. সি এর মাসুম আহমেদ চৌধুরী।
ডাঃ সরকার তার ভাষণে এই দিবসের উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং সেই সঙ্গে বর্তমানে আসাম রাজ্যের মধ্যে করিমগঞ্জের যে অবস্থান রয়েছে সেগুলো উপস্থিত সকলের সামনে তুলে ধরে এইডস রোগ নিয়ে সকলকে সজাগতা গড়ে তুলতে কমিউনিটি প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। কারণ একমাত্র সামাজিক সচেতনতার মাধ্যমেই এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। এদিনের সভা পরিচালনা করেন মিঠুন রায়। এছাড়া উপস্থিত ছিলেন করিমগঞ্জ সিভিল হাসপাতালের অন্তর্গত কর্মচারীবৃন্দরা। এদিনের রেলিতে উপস্থিত আইন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অন্যান্য সংগঠনের সকলকে ধন্যবাদ জানিয়ে রেলি পর্বের সমাপ্তী ঘোষণা করেন কাউন্সেলর মাধবী দেব।
তারপর দেশবন্দু ক্লাব টি আই এনজিওতে এইচ.আর.জি গ্রুপের মেম্বারদের সাথে অনুষ্ঠিত হয় আরেকটি সজাগতা সভা ও এইচআইভি/টিবি/সিফিলিস শনাক্তকরণ শিবির।
এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান শশাঙ্ক আচার্য, দীপ রাজ ও হেল্থ ভিসিটর মিসু দাস উপস্থিত ২০ জনের রক্ত পরীক্ষা ও টিবি স্ক্রিনিং করেন ডাঃ বি. কে সরকারের তত্ত্বাবধানে।
অনুষ্ঠানে অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন দেবদাস চক্রবর্তী, মাধবী দেব, সাহবাজ আহমেদ চৌধুরী, অনির্বাণ দাস, রাহুল দাস, শুভজিত দাস, এল. নন্দিতা সিনহা, মৌসম দাস, চুমকি দত্ত, প্রণবেশ ভট্টাচার্য, সামসুল হুসেন ও এল. জয়মনী সিনহা সহ অন্যান্যরা।