বিহার নিউজ ডেস্ক: বিহারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত অধ্যক্ষের ২০ বছরের কারাদণ্ড দিয়েছে বিচারক। বৃহস্পতিবার একটি বিশেষ পকসো আদালত অধ্যক্ষকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে।
অভিযোগ, ইন্ডিয়ান পাবলিক স্কুলের অধ্যক্ষ ভিপিন সাহ ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর ষষ্ঠ শ্রেণির নাবালিকা ছাত্রীকে তার অফিসে ডকে ধর্ষণ করেছিলেন এবং তাকে এই বিষয়ে কাউকে না বলার জন্য হুমকিও দিয়েছিলেন। নির্যাতিতা ওই ছাত্রী বাড়িতে আসার পর তার মায়ের সামনে গোটা ঘটনাটি খুলে বলে। এরপরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে নির্যাতিতা ছাত্রীর পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ অধ্যক্ষকে আটক করে। স্কুলটিও সিল করে দেওয়া হয়। সেই মামালায় এদিন অধ্যক্ষের সাজা ঘোষণা করেন বিচারক। অধ্যক্ষ অবশ্য বলেছেন, তার ডিএনএ পরীক্ষা করা হয়নি এবং তিনি নির্দোষ।