বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পরেও বিষ মদ পান করে গত বছর নভেম্বর মাসে পঞ্চাশ জনের মৃত্যু হয়
বিহার নিউজ ডেস্ক: বিহারে মদ বিক্রি বা মদ্যপান নিষিদ্ধ হয়েছে ২০১৬ সালে৷ কিন্তু তারপরেও মদের চোরাগোপ্তা বিক্রি বা পাচার বন্ধ করা যায়নি৷ এবার লুকিয়ে যারা মদ বিক্রি করছে তাদের শায়েস্তা করতে অভিনব উপায় বের করেছে বিহার সরকার৷
এবার থেকে বিহারে মদ্যপ অবস্থায় ধরা পড়লেও হাজতবাসের শাস্তি এড়ানো যাবে৷ কিন্তু তার জন্য অভিযুক্তকে বলতে হবে, কোথা থেকে সে লুকিয়ে মদ কিনেছিল৷ সেই তথ্য অনুযায়ী যদি মদ বিক্রেতার খোঁজ মেলে তাহলেই যিনি মদ কিনেছিলেন তাঁকে আর জেলে যেতে হবে না এমনই জানিয়েছেন বিহারের শুল্ক দফতরের সহ অধিকর্তা কৃষ্ণ কুমার৷
২০১৬ সালের এপ্রিল মাসে বিহারে মদ বিক্রি এবং মদ্যপান নিষিদ্ধ করেছিল বিহার সরকার৷ রাজ্যের পুরুষদের মদ্যপানের প্রতি আসক্তি বাড়তে থাকায় বিহারের মহিলাদের এই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷
বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পরেও বিষ মদ পান করে গত বছর নভেম্বর মাসে পঞ্চাশ জনের মৃত্যু হয়৷ মদ বিক্রি ও মদ্যপান আটকাতে রাজ্যের আইন দমনমূলক বলেও অভিযোগ উঠেছে৷
গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বা বিয়ে বাড়িতেও অভিযান চালিয়ে মদ উদ্ধার করেছে বিহার পুলিশ৷ কিন্তু এত কিছু করেও মদ বিক্রি বন্ধ করা যাচ্ছে না৷ এবার তাই মদ্যপদের ব্যবহার করেই মদের চোরা কারবারিদের নাগাল পেতে চাইছে বিহার সরকার৷