আগরতলা, ১৪ আগস্ট: দীর্ঘদিনের বেহাল রাস্তায় সমস্যায় রয়েছেন কদমতলা ব্লকের গ্রামীণ এলাকার জনগণ। শহরাঞ্চলের রাস্তাঘাটে কিছুটা উন্নয়ন হলেও প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এখনও বহু সড়কের চিত্র করুণ। যানবাহন নিয়ে চলা তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও হয়ে উঠছে দুঃসাধ্য। এমনই এক দৃশ্য দেখা গেল উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের ৭ ও ১ নং ওয়ার্ডের মধ্যবর্তী মূল রাস্তায়।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ৭-৮ বছর ধরে রাস্তাটির কোনও সংস্কার হয়নি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বাসিন্দারা। এক গ্রামবাসী মহিলা জানান, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তাঁর বাড়ির পাশের রাস্তার উঁচু অংশে গার্ডওয়াল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা আজও বাস্তবায়িত হয়নি। উচ্চতার কারণে তাঁর ঘর অনেকটা নিচে থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। কয়েকদিন আগে এক দুর্ঘটনায় গাড়িটি ভাগ্যক্রমে ঘরে না পড়লেও প্রাণহানির আশঙ্কা ছিল।
এক স্কুলছাত্রী জানায়, বর্ষাকালে রাস্তাটি পায়ে হেঁটে চলার অযোগ্য হয়ে পড়ে। তাঁদের পরিবার ও স্থানীয়রা নিজ উদ্যোগে মাটি ও কংক্রিট ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা করলেও সমস্যার সমাধান হয়নি। বড় গাড়ি তো দূরের কথা, ছোট অটো রিকশা ও মালবাহী যানও চলতে পারে না এই রাস্তায়। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে গ্রামবাসীদের বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়।
এক মালবাহী গাড়িচালক বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় পঞ্চায়েত ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানালেও কোনও কর্ণপাত করা হয়নি। এমনকি বৃষ্টির অনুপস্থিতিতেও তাঁর গাড়ি কাদায় আটকে পড়েছে।
গ্রামবাসীদের দাবি, দ্রুত এই রাস্তার সংস্কার জরুরি। এখন দেখার বিষয়, সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকেই তাকিয়ে আছেন এলাকার মানুষ।