হালের সিনেক্রেজ সিয়াম আহমেদ। বিভিন্ন সময় শুটিং করতে গিয়ে ভক্তদের শোরগোলে পড়ে যান এই চিত্রনায়ক। তবে এবার টিএসসির কাণ্ড ছাড়িয়ে গেলো সবকিছুকে!
সিয়ামের নতুন সিনেমা ‘শান’র ট্রেলার উন্মোচন উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির ডাস চত্বরে জমা হয় শত শত মানুষ। তারা একটু পরপরই ‘সিয়াম, সিয়াম’ বলে স্লোগান দিতে থাকেন। আর সেলফি তুলতে গিয়ে ঘটল বিপত্তি। ভক্তদের ভিড়ে তলিয়ে যেতে থাকলেন তিনি। মঞ্চে বসেও রেহাই পেলেন না। দু’একজন শুয়ে পড়ে একটু ছুঁয়ে দেখতে চাইলেন প্রিয় নায়ককে। এ ঘটনার পরই আরও বিপত্তি বাড়ে। মঞ্চে ঢল পড়ে যায় সেলফি তোলার।
একটা পর্যায়ে ভক্তদের সামলাতে হিমশিম খেতে হয় আয়োজকদের। নিয়ন্ত্রণে পুলিশের কাছে সাহায্য চান কর্তৃপক্ষ। এরপর ভক্তদের হাত থেকে বাঁচতে সিয়ামকে আশ্রয় নিতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পেছনে পরমাণু গবেষণা কেন্দ্রে। আর এদিকে তখন সেলফি তোলার জন্য মিছিল হচ্ছিল। সবার দাবি, নায়কের সঙ্গে সেলফি তুলেই চলে যাবেন তারা। কিন্তু নিরাপত্তার স্বার্থে প্রশাসন সিয়ামকে পরমাণু গবেষণা কেন্দ্রের বাইরে বের হতে নিষেধ করে।
আগামী ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিয়াম অভিনীত বহুল প্রতীক্ষিত ‘শান’ সিনেমাটি। সিনেমার প্রচারণার জন্যই এর ট্রেলার প্রকাশে বেছে নেওয়া হয় টিএসসির ডাস চত্বরের উন্মুক্ত মঞ্চ। সেখানে ব্যানার টানিয়ে, পর্দা এনে সিনেমার ট্রেলার দেখানোর ব্যবস্থা করা হয়।
ট্রেলার শুরুর আগে সিয়াম ‘শান’ সিনেমা নিয়ে কথা বলেন। তার ভাষ্য, ‘আমরা অনেক পরিশ্রম করেছি ছবিটি নিয়ে। এটা ঘিরে প্রত্যাশাও অনেক। সবাই সিনেমাটি উপভোগ করবেন এটাই চাই।’
অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’ পরিচালনা করেছেন এম রাহিম। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। সিয়াম ছাড়াও এতে অভিনয় করেছেন পূজা চেরি, তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।