আসাম নিউজ ডেস্ক: মণিপুর বিধ্বস্ত। এটা কী একদিন দুইদিনের ঘটনা? মণিপুরে হিংসা শুরু হয়েছিল ৩ মে অর্থাৎ আজ থেকে ঠিক ৮১ দিন আগে।
উত্তেজনা থামার নাম নেই, আর মাঝখানে মহিলাদের ওপর যে পৈশাচিক ঘটনা ঘটেছে, তা গোটা বিশ্বে ইতিমধ্যে ভাইরাল।
এ পর্যন্ত প্রায় ১৫০ মানুষ মারা গেছে। অথচ, কেন্দ্রের সরকার বোবা। তারা কি চাচ্ছে, একটা রাজ্য ছারখার হয়ে যাক! রাজ্য তো শুধু ছারখার হবে না এর আঁচ গোটা ভারতে পড়বে! সরকারের ভূমিকা ভীষণ সন্দেহজনক।
মণিপুরের নৃশংস কাণ্ডে এবার মুখ খুললেন ইরম শর্মিলা চানু। দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় রীতিমতো স্তম্ভিত তিনি।মণিপুরে দুই কুকি গোষ্ঠীর মহিলাদের বিবস্ত্র করে হাঁটানো হল রাস্তায়।
তিনিও কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছেন।সমাজকর্মী ইরম শর্মিলা চানু মনে করছেন, “এমনটা কখনই ঘটত না, যদি কেন্দ্র সরকার সঠিক সময় মণিপুরের সমস্যা নিয়ে হস্তক্ষেপ করত। আমি এই ঘটনায় অত্যন্ত দুঃখিত, মর্মাহত।
এই ভিডিয়ো দেখে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। এইভাবে মহিলাদের উপর নির্যাতনে আমি বিরক্ত। কোনও নির্দিষ্টি জাতি কিংবা গোষ্ঠী নয়, মণিপুরে দীর্ঘদিন ধরে মহিলাদের সঙ্গে এ হেন অমানবিক আচরণ হচ্ছে।”
কোথায় কোন জাতির মধ্যে হিংসা, আর তার খেসারত দিতে হয়েছে এইভাবে মহিলাদের! ছিঃ!
“মণিপুরে প্রকাশ্যে দুই তরুণীর সঙ্গে যে নৃশংস আচরণ, লজ্জাজনক ঘটনা ঘটেছে, তার ভিডিয়ো দেখলাম। আমি ভেঙে পড়েছি।”