আসাম নিউজ ডেস্ক: এবার মহারাষ্ট্ৰের বিধায়কদের গুয়াহাটিতে রাজকীয় আতিথেয়তা কেন দেওয়া হচ্ছে? তা নিয়ে প্ৰশ্ন তুলেছে অসম তৃণমূল কংগ্ৰেস। মহানগরের হোটেল রেডিশন ব্লু-র সামনে তীব্ৰ প্ৰতিবাদ দেখাচ্ছেন অসম তৃণমূল কংগ্ৰেসের সদস্যরা। প্ৰদেশ তৃণমূল কংগ্ৰেসের সভাপতি রিপুন বরার নেতৃত্বে এই প্ৰতিবাদ সাব্যস্ত করা হয়েছে। একদিকে তীব্ৰ প্ৰতিবাদ, অন্যদিকে প্ৰখর রৌদ্ৰ ফলে সব মিলিয়ে হোটেলের সামনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গড়চুক থানার পুলিশ রিপুন বরা সমেত শতাধিক প্ৰতিবাদকারীকে তুলে নিয়ে যায়।
প্ৰসঙ্গত উল্লেখ্য যে, বুধবার রাত প্ৰায় ৯ টা ২০ নাগাদ শিবসেনার বিদ্ৰোহী নেতা একনাথ শিণ্ডের শিবিরে এসে যোগ দেন শিবসেনার আরও চারজন বিধায়ক। তার আগে বৃহস্পতিবার সকালের দিকে আরও তিন জন এমএলএ এসে শিণ্ডের দলে যোগ দিয়েছেন। আগে শিব সৈনিকের এমএলএ-র সংখ্যা ছিল ৪১ জন। তাদের মধ্যে ৩৪ জন ছিলেন শিবসেনার। বাকি ৭ জন ছিলেন এনসিপি-র এমএলএ। বর্তমানে রেডিশন ব্লু-তে মোট বিদ্ৰোহী বিধায়কের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জন।
এদিকে গতকাল অর্থাৎ বুধবার রাতেই মহারাষ্ট্ৰের মুখ্যমন্ত্ৰী উদ্ধব ঠাকেরে মুম্বইয়ের মুখ্যমন্ত্ৰীর বাসভবন ছেড়ে মাতোশ্ৰীতে উঠেছেন। বিদ্ৰোহী বিধায়কদের সংখ্যা যেমন ভাবে বাড়ছে তাতে মহারাষ্ট্ৰের সরকার পতনের ছবিটা যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। যে কোনও মুহূৰ্তে পদত্যাগ করতে পারেন মুখ্যমন্ত্ৰী উদ্ধব ঠাকেরে।