রফিকুল জামাদার: আসাম থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাবাহিনীর জোড়া পিস্তল খোয়া গিয়েছে বলে খবর। যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে প্রশাসনে। যদিও এ বিষয়ে সরকারি ভাবে কিছুই জানা যায় নি। মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে বিমানে গুয়াহাটি যান মমতা বন্দ্যোপাধ্যায়।
এই ধরনের সফরে নিয়ম হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিমানে যান দুজন। পিএসও-১ এবং ২। তাঁরা মমতার সঙ্গে বিমানেই গিয়েছিলেন। তাঁর নিরাপত্তা বলয়ের বাকি ১২ জন আগে রেলপথে অসম পৌঁছে গিয়েছিলেন। ফেরার সময়েও ওই ১২ জন ট্রেনে ফিরছিলেন। সূত্রের খবর তখনই খোয়া যায় দুটি গ্লক পিস্তল। জানা গিয়েছে ১২ জন নিরাপত্তারক্ষীর ১০টি ব্যাগ ছিল। একটি ব্যাগে ছিল এক জোড়া গ্লক পিস্তল। গুয়াহাটি থেকে কলকাতাগামী ট্রেনটি নিউ কোচবিহার স্টেশনে দাঁড়ায়। সেই সময় মমতার নিরাপত্তারক্ষীদের একজনের নজরে আসে একটি ব্যাগ নেই। অভিযোগ জানানো হয় জিআরপিতে।
সূত্রের খবর এসআরপি শিলিগুড়িকে তদন্ত করতে বলা হয়েছে। সেইসঙ্গে সিআইডি-কেও তদন্ত করতে বলা হয়েছে। এদিন এসআরপি ও সিআইডি টিম নিউ কোচবিহার স্টেশনে পৌঁছেছিল বলে জানা গিয়েছে। অসম পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে নবান্নের তরফে। কারণ ব্যাপারটা নজরে এসেছে নিউ কোচবিহারে। ঘটনা কোথায় ঘটেছে তা কে বলতে পারে! তা ছাড়া ওই ট্রেন যে রুট দিয়ে আসে তার কিছুটা জায়গা জঙ্গিপ্রবণ। সেক্ষেত্রে এই ধরনের ঘটনা প্রশাসনের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। যাঁরা ছিলেন তাঁদের থেকে জানতে চাওয়া হয়েছে, ঘটনা কী, সেইসময় তাঁরা কী অবস্থায় ছিলেন। সামগ্রিক ভাবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয়ে এই ধরনের ঘটনা নিয়ে সরকারের অনেকেই গভীর ভাবে উদ্বিগ্ন।