বিনোদন ডেস্ক: দেশ-বিদেশের ১৪০টি সিনেমা দেখানো হবে রাজধানীতে। দেড় ঘণ্টার একটি সিনেমার টিকিট মাত্র ২০ টাকা। এ টিকিট সংগ্রহ করা যাবে অনলাইনে। তরুণ চলচ্চিত্র নির্মাতা, শিক্ষার্থীদের জন্য অনলাইনে অ্যাক্রেডিটেশনের মাধ্যমে ছবি দেখার সুযোগ রয়েছে। ১১ মার্চ ঢাকায় শুরু হচ্ছে মুক্তি ও মানবাধিকারবিষয়ক প্রামাণ্যচিত্র উত্সব লিবারেশন ডকফেস্ট। দশমবারের মতো আয়োজনটি করছে মুক্তিযুদ্ধ জাদুঘর।
এ বছর উৎসব হবে আংশিক সরাসরি। আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের মূল মিলনায়তনে শারীরিক দূরত্ব রেখে প্রতিদিন চারটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অনলাইনেও নির্বাচিত ছবিগুলো দেখানো হবে প্রতিদিন। এ উৎসবে অংশ নেওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে জমা পড়েছিল দুই হাজারের বেশি চলচ্চিত্র। সেগুলো থেকে ১৪০টি ছবি বাছাই করে উৎসবে দেখানো হবে। গেল দুই বছরের মতো এবারও উৎসবে সহযোগিতা করছে কসমস ফাউন্ডেশন।
পাঁচ দিনের এ উত্সবে জাতীয় ও আন্তর্জাতিক বিভাগে ছবির প্রতিযোগিতা হবে। বাংলাদেশি অনধিক এক ঘণ্টার প্রামাণ্যচিত্রের প্রতিযোগিতায় বিচারক থাকছেন জার্মানপ্রবাসী বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা শাহিন দিল রিয়াজ আহমেদ, শিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান এবং অভিনয়শিল্পী বন্যা মির্জা। অনধিক এক ঘণ্টার আন্তর্জাতিক প্রতিযোগিতার তিন বিচারক হলেন পাকিস্তানি প্রামাণ্যচিত্র নির্মাতা আম্মার আজিজ, নিউজিল্যান্ডের ডকএজ প্রামাণ্যচিত্র উত্সবের পরিচালক অ্যালেক্স লি এবং বিলাতের শীর্ষস্থানীয় প্রামাণ্যচিত্র উত্সব শেফিল্ড ডকফেস্টের মিতা সুরি।
উত্সবের শেষ দিন ১৫ মার্চ বিকেলে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিজয়ী প্রামাণ্যচিত্রের নাম ঘোষণা করা হবে। জাতীয় পর্যায়ের ছবির জন্য এক লাখ ও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য এক হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।