মো: কাওছার, পূর্ব লন্ডন: ‘চল যাই এই শহর ছেড়ে প্রকৃতির কোলে সমুদ্র তীরে’ স্লোগানে যুক্তরাজ্যে বসবাসরত রায়পুরবাসীর ঐতিহ্যবাহী সংগঠন রায়পুর সোসাইটি ইউকে’র উদ্যোগে গত ২রা আগস্ট মঙ্গলবার সম্পন্ন হলো বার্ষিক আনন্দ ভ্রমণ ২০২২। লন্ডনের বিভিন্ন প্রান্তে থাকা রায়পুরবাসী পরিবার পরিজন নিয়ে জড়ো হন পূর্ব লন্ডনের আপটোন পার্কের কুইন্স মোড়ের সামনে। সেখান থেকে সকাল ৯ টায় রওয়ানা হয় বর্নমাউথের উদ্দেশ্যে।
সমুদ্র সৈকতে যাত্রাকালে নির্দেশনামুলক বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো: জাকির হোসেন, সাধারন সম্পাদক নজরল ইসলাম সুমন এবং কোষাধ্যক্ষ জনাব শিমুল পাটওয়ারী। শায়খ জিয়াউর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে যাত্রা শুরু হয়। পুরো যাত্রা পথে গান, কৌতুক ও কবিতা আবৃত্তি কর সবাইকে মাতিয়ে রাখেন রনি এবং তানিয়াসহ অন্যান্যরা।
গন্তব্যে পৌঁছে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন, সীমাহীন নীল জলরাশিতে হারিয়ে যাওয়া পালা। ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে সমুদ্র স্নানের উচ্ছাস। এরপর ছোট্টমনিদেৱ দৌড় প্ৰতিযোগিতা, বড়দের হাড়ি ভাংগা, মহিলাদের বালিশ খেলা, শিশুদের জন্য ছিল বিভিন্ন ধরনের আকর্ষণীয় খেলাধুলার আয়োজন।
খাবার শেষে আবারও খেলাধুলায় মেতে ওঠেন সবাই। যারা এতে অংশ নিতে পারেননি তারা সবুজ ঘাসের উপর চাঁদর বিছিয়ে পুরো অনুষ্ঠান উপভোগ করেন এবং গল্প আড্ডায় মেতে ওঠেন। সব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রায়পুর সোসাইটি ইউকে’র সভাপতি মো: জাকির হোসেন, সাধারন সম্পাদক নজরুল ইসলাম সুমন, সহ সভাপতি ব্যারিষ্টার আকবর বিন সিদ্দিক, সহ সভাপতি মোঃ কাওছার, কোষাধ্যক্ষ শিমুল পাটওয়াৱী, যুগ্ন সম্পাদক মাহবুব আলম খান রাজন, সহ সাধারন সম্পাদক আমিনুর রহমান ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরনীতে অংশ নেন সাবেক ছাত্র নেতা আনোয়ার হোসেন টিপু, মুজাহিদুল ইসলাম। মিডিয়া পার্টনার হিসেবে সহযোগীতা করে এনটিভি ইউরোপ।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সভাপতি মো: জাকির হোসেন, সাধারন সম্পাদক নজরুল ইসলাম সুমন, সহ সভাপতি মোঃ কাওছার, অৰ্থ সম্পাদক শিমুল পাটওয়ারী, যুগ্ন সম্পাদক মাহবুব আলম খান রাজন, সহ সাধারন সম্পাদক আমিনুর রহমান ভুইয়া, মুরাদ হোসেন। সবাই এমন উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন। সংগঠনের সভাপতি তাঁর বক্তব্যে সবাইকে এভাবে পাশে থাকার আহবান জানান। পাশাপাশি এনটিভি ইউরোপকে ধন্যবাদ জানান। সাধারন সম্পাদক জনাব নজরুল ইসলাম সুমন বলেন, এই পরিবার এবং এই ভাতৃত্বের বন্ধন যেন অটুট থাকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের আগামী প্রজন্মকে আমাদের ধর্ম ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে হবে। এনটিভি ইউরোপের সি ই ও এবং এনটিভি পরিবারকে কৃতজ্ঞতা জানান।
পুরস্কার হাতে পেয়ে ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দে আত্মহারা হয়ে যান। মূলত জয় পরাজয় বড় কথা নয় এই ভ্ৰমণে সবার জন্যই ছিল পুরস্কারের ব্যবস্থা। অনুষ্ঠানে অংশ নেয়া সবাইকেই পুরস্কৃত করে জীবন জয়ে বিজয়ী হবার জন্য উৎসাহ দেয়া হয়। যারা এই চমৎকার খেলাধুলার আয়োজন করেছেন উপস্থিত সবাই অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং আশা করছেন আবারও এমন মিলন মেলার আয়োজন করা হবে। সকাল ১২ টায় শুরু হয়ে খেলাধুলার এই ইভেন্ট চলে বিকেল ৭টা পর্যন্ত। দিন শেষ হয়ে গেলেও যেন একে অন্যের সান্নিধ্য ছেড়ে কারোরই ঘরে ফেরার তাড়া ছিল না। বিকেল ৭টা ৫০ মিনিটে লন্ডনেৱ উদ্দ্যেশে বাসটি ৱওয়ানা দিয়ে রাত ১০ টায় লন্ডনে গিয়ে পৌছালে সভাপতি জনাব জাকির হোসাইন বার্ষিক আনন্দ ভ্রমণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি





