আরাকান নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার সেকেন্ড-ইন-কমান্ডসহ তিনজনকে আটক করেছে র্যাব। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে রোহিঙ্গা ক্যাম্প-২০ এর একটি আস্তানা অস্ত্রসহ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, আবুল হাশিম, আলী জোহর ও মো. আলম। অবুল হাসিম ক্যাম্প-৪ এর এইচ/১ ব্লকের মৃত আলী আহম্মদের ছেলে, আলী জোহর ১২ নম্বর ক্যাম্পের এইচ/১ ব্লকের মো. নুরের ছেলে এবং মো. আলম ৬ নম্বর ক্যাম্পের ডি/৭ ব্লকের বাসিন্দা নূর আলমের ছেলে।
র্যাব ১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আরসার একের পর এক সামরিক ও অর্থনৈতিক শাখাসহ বিভিন্ন শাখার প্রধান আটক হওয়ার পর সংগঠনটির শীর্ষ কমান্ডার আতাউল্লাহ জুনুনির নির্দেশে রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে দায়িত্ব দেওয়া হয় মাস্টার কলিম উল্লাহকে। তার নির্দেশে আবুল হাশিম, হোসেন জোহর প্রকাশ আলী জোহার এবং মো. আলম প্রকাশ শায়ের মুছারা ক্যাম্পে সব ধরনের কাজ করতেন।
র্যাবের দেওয়া তথ্যমতে, বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত আটক হয়েছেন ১০১ জন। তাদের মধ্যে আরসার শীর্ষ সন্ত্রাসী ও সামরিক কমান্ডার, গান গ্রুপ কমান্ডার, অর্থ সম্পাদক, আরসা প্রধান আতাউল্লাহ’র একান্ত সহকারী ও অর্থ সমন্বয়ক মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান, ক্যাম্প কমান্ডার, ওলামা বডি ও টর্চার সেল এর প্রধান, ইন্টেলিজেন্স সেলের কমান্ডার এবং লজিস্টিক শাখার প্রধান রয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭টি বিদেশি পিস্তল, ৫২ দেশিয় তৈরি অস্ত্র, ১৪০ রাউন্ড গুলি/কার্তুজ, ৬৭ রাউন্ড খালি খোসা, ৫০ কেজি বিস্ফোরক, ২৮ পিস ককটেল, ৪ পিস আইইডি, দেড় কেজি মার্কারি (পারদ) উদ্ধার করা হয়।
র্যাব অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কয়েকজন আরসা সদস্য কক্সবাজারের উখিয়ার ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে র্যাবের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আরসার আবুল হাশিম ও হোসেন জোহার প্রকাশ আলী জোহার এবং মো. আলমকে আটক করা হয়।